Viral Video: ছোট বয়সেই শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদ! ট্রেনে আট বছরের ছেলের ‘ক্লাসিক্যাল কনসার্ট’ শুনতে বিরাট ভিড়

Latest Viral Video: ট্রেনে আট বছরের একটি বাচ্চা ছেলের শাস্ত্রীয় সঙ্গীত শুনে সত্যিই অবাক হয়ে গিয়েছেন যাত্রীরা। আর সেই ভাইরাল ভিডিয়ো দেখে নেটিজ়েনরা যেন বাকরুদ্ধ।

Viral Video: ছোট বয়সেই শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদ! ট্রেনে আট বছরের ছেলের 'ক্লাসিক্যাল কনসার্ট' শুনতে বিরাট ভিড়
শাস্ত্রীয় সঙ্গীতে ছোট্ট ছেলের এমন দখল দেখে নেটিজ়েনরা হতবাক!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 10:49 AM

“শব্দ যেখানে ব্যর্থ হয়, সঙ্গীত সেখানেই কথা বলে”, পুরনো এই কথাটি আপনি নিশ্চয়ই শুনেছেন? কিন্তু, পুরনো কথা হলেও এর থেকে বড় সত্যিই বোধহয় আর কিছু নেই। কারণ, সঙ্গীত এমনই শক্তিশালী হাতিয়ার, যা মানুষকে একত্রিত করতে পারে, জাগাতে পারে সহানুভূতি, হাজার চাপ থেকে সামান্য হলেও দিতে পারে মুক্তি। দিতে পারে অতিন্দ্রিয় সুখানুভূতি। ট্রেনে আট বছরের একটি বাচ্চা ছেলের শাস্ত্রীয় সঙ্গীত শুনে সত্যিই অবাক হয়ে গিয়েছেন যাত্রীরা। আর সেই ভাইরাল ভিডিয়ো দেখে নেটিজ়েনরা যেন বাকরুদ্ধ।

টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন সঙ্গীতা ওয়ারিয়ার নামের এক ব্যবহারকারী। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখছেন, “ট্রেনের উপরের বার্থ থেকে ক্লাসিক্যাল কনসার্ট। চেন্নাইয়ের সূর্যনারায়ণন। ছোট্ট বয়সে কী গান শোনাল! বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।”

ভিডিয়োর ক্যাপশন থেকেই পরিষ্কার, বাচ্চাটির নাম সূর্যনারায়ণন। সে ট্রেনের উপরের বার্থ থেকেই গান ধরেছিল, শাস্ত্রীয় সঙ্গীতে যে এই বয়সেই তার কী দখল, ভিডিয়োর পরতে পরতে তা ধরা পড়েছে। এমনই নিখুঁত ভাবে সে গানটি গেয়েছে, অন্যান্য বগি থেকেও যাত্রীরা এসে ভিড় জমাতে থাকে। ভিডিয়োতেই ধরা পড়েছে, বাচ্চাটির সুন্দর পারফরম্যান্সর নিজেদের ফোনে ক্যাপচার করার সময় ট্রেনের যাত্রীরা তার প্রশংসায় পঞ্চমুখ।

গত মঙ্গলবার ভিডিয়োটি টুইটারে পোস্ট করা হয়েছিল। এখন সেই ভিডিয়োর ভিউ 119.9K। প্রায় 9K লাইক পড়েছে ভিডিয়োটিতে। বাচ্চাটির প্রতিভা টুইটার ব্যবহারকারীদের বিস্মিত করেছে, যাঁরা কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন ছোট্ট সূর্যনারায়ণনের প্রশংসায়। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, তাঁরা গানের কথা বুঝতে পারেনি, তবুও প্রতিভাবান ছেলেটির কণ্ঠে মুগ্ধ হয়েছেন।

“অসাধারণ মেধাবী….তোমার অনেক সাফল্য কামনা করছি… খুব মিষ্টি ??????,” মন্তব্য করেছেন একজন ব্যবহারকারী। “আমি একটি শব্ওদ বুঝতে পারিনি। কিন্তু শিশুটির কণ্ঠস্বর, ছন্দ, সুর, নিয়ন্ত্রণ এবং অনুভূতিগুলি দুর্দান্ত। জয় হিন্দ। বন্দে মাতরম। জয় সুভাষ,” অন্য ব্যবহারকারী যোগ করেছেন। “এমন একটি চমৎকার গান ?. আমি যদি শব্দগুলিও বুঝতে পারতাম, ” তৃতীয় ব্যবহারকারী লিখেছেন। “একটা জমজমাটি এবং দারুণ পারফরম্যান্স। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন,” চতুর্থ ব্যবহারকারী মন্তব্য করেছেন।