Viral Video: ভরা ট্রেনে ভোজপুরী গানে তরুণীর অসামান্য নাচ, আত্মবিশ্বাসে মুগ্ধ নেটিজ়েনরা

Girl Dances To Bhojpuri Song In Train: ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করেছেন সহেলি রুদ্র নামের এক ব্যবহারকারী। খুব অল্প সময়ের মধ্যেই সেই ভিডিয়োর লাইক 2 লাখ 28 হাজার ছাপিয়ে যায়। মহিলার পরনে রয়েছে ছেঁড়া জিনস, ভরা ট্রেনে অভাবনীয় কায়দায় তিনি তাঁর নাচের দক্ষতা প্রদর্শন করলেন। সহযাত্রীদের কেউ কেউ ফোন বের করে ভিডিয়োটি রেকর্ড করতে থাকেন।

Viral Video: ভরা ট্রেনে ভোজপুরী গানে তরুণীর অসামান্য নাচ, আত্মবিশ্বাসে মুগ্ধ নেটিজ়েনরা
ভরা ট্রেনে ভোজপুরী গানে নাচ!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 6:10 PM

আজকাল যেখানে খুশি নেচে সৃজনশীলতার এক মাত্রায় পৌঁছে ভাইরাল হওয়ার ব্যাপক প্রবণতা। সেরকমই এক কৌতূহলী ভিডিয়ো ইন্টারনেটে ঝড় তুলেছে। ফুটেজটিতে দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা একটি চলন্ত ট্রেনে জনপ্রিয় ভোজপুরী গানে নাচছে মেয়েটি। আর সেই নাচ দেখে ট্রেনের সহযাত্রীরা সকলে অবাক। হাঁ হয়ে তাকিয়ে দেখছেন সেই আজব নাচ।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করেছেন সহেলি রুদ্র নামের এক ব্যবহারকারী। খুব অল্প সময়ের মধ্যেই সেই ভিডিয়োর লাইক 2 লাখ 28 হাজার ছাপিয়ে যায়। মহিলার পরনে রয়েছে ছেঁড়া জিনস, ভরা ট্রেনে অভাবনীয় কায়দায় তিনি তাঁর নাচের দক্ষতা প্রদর্শন করলেন। সহযাত্রীদের কেউ কেউ ফোন বের করে ভিডিয়োটি রেকর্ড করতে থাকেন।

প্রতিভার এই অনন্য প্রদর্শনের প্রতিক্রিয়া বেশ বৈচিত্র্যময় হয়েছে। কিছু দর্শক তরুণীর এহেন অভিনয়ের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার তাঁকে কটাক্ষও করেছেন ভর্তি ট্রেনে এমন কাণ্ড ঘটানোর জন্য। কেউ তো আবার মেয়েটির আত্মবিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ। বলেছেন, “আমিও যদি জীবনে এই স্তরের আত্মবিশ্বাস পেতাম।”

একজনের বক্তব্য, “ভিডিয়োটা দেখে কিছু বিচার করা উচিত নয়। সম্পূর্ণ বিনোদন হিসেবে ভিডিয়োটিকে নেওয়া যেতে পারে। মেয়েটির দক্ষতার দৃষ্টিকোণ থেকে আমরা এর মূল্যায়ণ করতে পারি। আমি বিশ্বাস করি মেয়েটির 10/10 প্রাপ্য। তাঁর আত্মবিশ্বাস সত্যিই ব্যতিক্রমী। আমি আশা করি, সে তার প্রতিভাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাবে।”