Viral Video: রামধনু রঙের বিশাল পাইথনকে জড়িয়ে মহিলার আদর, ‘বেশি বাড়াবাড়ি হয়ে গেল না’, বলছেন নেটিজ়েনরা
Rainbow Python In Woman's Hand: এভাবে এত বড় সাপ জড়িয়ে ধরে থাকা ওই মহিলার কাছে যেন রুটিন ব্যাপার। মহিলার সেই সব ভিডিয়ো ওই রেপটাইল জ়ু-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলি থেকে নিয়মিত শেয়ারও করা হয়। চিত্তাকর্ষক সেই ফুটেজটিতে দেখা গেল, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মহিলা ওই রেইনবো পাইথনটিকে নিজের দুই হাতে করে জড়িয়ে ধরে রয়েছেন।
এই দুনিয়ায় বেশির ভাগ মানুষই যেখানে আলিঙ্গনের জন্য আরামদায়ক কুশন বা পাশবালিশে স্বাচ্ছন্দ্য খুঁজে পান। সেই সময় চিড়িয়াখানার এক মহিলা কর্মী আলিঙ্গনের জন্য এমন কিছুই বেছে নিয়েছেন, যা দেখলে সাধারণ মানুষের চোখ কপালে ওঠে। মহিলাকে দেখা গেল একটি পাইথনকে জড়িয়ে ধরে থাকতে। সেই পাইথনটি দেখতে বড়ই অদ্ভুত। রামধনু রঙা সেই অজগরের সঙ্গে মহিলার আলাপচারিতার ভিডিয়ো নেটদুনিয়ার লোকজনকে বিস্মিত করেছে।
তবে এভাবে এত বড় সাপ জড়িয়ে ধরে থাকা ওই মহিলার কাছে যেন রুটিন ব্যাপার। মহিলার সেই সব ভিডিয়ো ওই রেপটাইল জ়ু-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলি থেকে নিয়মিত শেয়ারও করা হয়। চিত্তাকর্ষক সেই ফুটেজটিতে দেখা গেল, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মহিলা ওই রেইনবো পাইথনটিকে নিজের দুই হাতে করে জড়িয়ে ধরে রয়েছেন। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “আজকের এই রোদ আমার ভালবাসা আরও বাড়িয়ে দিয়েছে। সূর্যালোকে সে যে দেখতে এক্কেবারে আশ্চর্যজনক। এই সুন্দর সাপের সত্যিকারের রং রৌদ্রোজ্জ্বল দিনে জ্বলজ্বল করে, সত্যিই যেন তা রামধনুর মতোই।”
View this post on Instagram
দিন সাতেক আগে এই ভিডিয়োটি পোস্ট করা হয় The Reptile Zoo-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। ভিডিয়োতে 60 হাজারেরও বেশি লাইক পড়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের হতবাক এবং মুগ্ধ করেছে এই ভিডিয়ো। পশুপ্রেমীরা মন্ত্রমুগ্ধ অজগরটিকে দেখে বিস্মিত হওয়ার সঙ্গেই এত কাছ থেকে একটি সাপকে জড়িয়ে ধরার বিষয়ে মহিলাকে সতর্কও করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আমি উদ্বিগ্ন হব যদি এই আকারের সাপ আমার সঙ্গে আলিঙ্গন করতে চায়।” আর একজন যোগ করলেন, “আমি শুনেছি যে অজগর যখন মানুষের সঙ্গে আলিঙ্গন করে, তখন সে শুধুই তার ডিনার বা লাঞ্চের কথাই মনে করে।” অন্য আর একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী স্পষ্টভাবে অভিভূত হওয়ার কথা স্বীকার করে বলেছেন, “এটা যদি একটা ছোট সাপও হত, তা-ও আমার জন্য কোনও অংশেই দুঃস্বপ্নের থেকে কম কিছু হত না।”