বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি, শিউরে ওঠার মতো ভিডিয়ো ভাইরাল টুইটারে
প্রাথমিক ভাবে বন্যায় গাড়ি ভেসে যাওয়ায় এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছিল 'ট্রান্সপোর্ট অ্যান্ড মেন রোডস কুইন্সল্যান্ড'। এরপর সেই ভিডিয়ো রিটুইট করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করার কোনও অস্ত্রই জানা নেই মানবসমাজের। আর তাই মাঝে মাঝেই নির্মম পরিস্থিতির শিকার হয়ে হয় অনেককে। সম্প্রতি ফের এমনটাই ঘটেছে অস্ট্রেলিয়ায়। বন্যায় ভেসে গিয়েছে একটি গাড়ি। প্রবল জলের স্রোতে ভেসে যাওয়া থেকে কোনওভাবেই রক্ষা করা যায়নি গাড়িটিকে। স্রোতের টানে ভেসে গিয়েছে ওই চারচাকা গাড়ি।
আরও পড়ুন- বোটে উঠে মাছ খাচ্ছে ‘সি-লায়ন’, কাণ্ডকারখানা দেখে হাসির রোল নেট দুনিয়ায়, দেখুন ভিডিয়ো
গায়ে কাঁটা দেওয়ার মত এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রথমে রাস্তার একটি খাঁজে কাত হয়ে আটকে গিয়েছিল গাড়িটি। কিন্তু জলের প্রবল স্রোতে ধক্কা খেয়ে উলটে যায় গাড়িটি। ওই অবস্থাতেই ভেসে যায় কিছুটা। তারপর আবার জলের স্রোতেই ধাক্কা খেয়ে সোজা হয়ে যায় গাড়িটি। মাঝে বন্যার জলে সামান্য ঘূর্ণি সৃষ্টি হলে, তার মধ্যে ঘুরপাক খেতে থাকে গাড়িটি। ফের প্রবল স্রোতের ধাক্কায় ভেসে দূরে চলে যায় গাড়িটি, ভিডিয়োতে দেখা গিয়েছে, অনেকেই ফোন নিয়ে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন।
This is why you should never go into flood waters. If it's flooded, forget it.
Thankfully, this driver was able to get out safely before the car was swept away. https://t.co/slQpUvQMFr
— Scott Morrison (@ScottMorrisonMP) March 23, 2021
বন্যার জেরে একটি রাস্তার কিছুটা অংশ ভেঙে গিয়েছিল। যে অংশে রাস্তা ভাল ছিল সেখানে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তবে এই গাড়ির চালক বন্যায় খারাপ হওয়া রাস্তা পেরিয়ে, জলের প্রবল স্রোত উপেক্ষা করে এগিয়ে যেতে চেয়েছিলেন। তার ফলেই ঘটেছে এই কাণ্ড। তবে কপাল ভাল থাকায়, গাড়ি ভেসে যাওয়ার আগে নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন ওই চালক।
প্রাথমিক ভাবে বন্যায় গাড়ি ভেসে যাওয়ায় এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছিল ‘ট্রান্সপোর্ট অ্যান্ড মেন রোডস কুইন্সল্যান্ড’। এরপর সেই ভিডিয়ো রিটুইট করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বন্যা হলে তখন প্রবল স্রোতের মধ্যে গাড়ি নিয়ে না এগোনই যে বুদ্ধিমানের কাজ হবে সে ব্যাপারে সকলেই সাবধানবাণী দিয়েছেন টুইটারে। ইতিমধ্যেই প্রায় এক লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিয়োর।