বোটে উঠে মাছ খাচ্ছে ‘সি-লায়ন’, কাণ্ডকারখানা দেখে হাসির রোল নেট দুনিয়ায়, দেখুন ভিডিয়ো

'সি লায়ন'- এর কাণ্ডকারখানা দেখে হেসে গড়িয়েছেন নেটাগরিকরা।

বোটে উঠে মাছ খাচ্ছে 'সি-লায়ন', কাণ্ডকারখানা দেখে হাসির রোল নেট দুনিয়ায়, দেখুন ভিডিয়ো
ইতিমধ্যেই এক কোটির বেশি মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন।
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 2:14 PM

সোশ্যাল মিডিয়ায় আজকাল এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয় যার ক্যাপশনে বলা হয়, ‘শেষ পর্যন্ত দেখুন’। তেমনই একটি ভিডিয়ো ফের ভাইরাল হয়েছে। আর সত্যিই শেষ পর্যন্ত দেখার পর দারুণ আনন্দ পেয়েছেন নেটিজ়েনরা। ওই ভিডিয়োতে দেখা পাওয়া গিয়েছে একটি ‘সি লায়ন’- এর। তার কাণ্ডকারখানা দেখেই হেসে গড়িয়েছেন নেটাগরিকরা।

আরও পড়ুন- পার্কের দোলনায় বৃদ্ধের ‘স্টান্ট’, ভল্ট দেখে মুগ্ধ বিজনেস টাইকুন হর্ষ গোয়েঙ্কা

ভিডিয়োতে দেখা গিয়েছে, সমুদ্রের ঘন নীল জল কেটে এগিয়ে চলেছে একটি বোট। আর সেখান থেকেই পাখিদের মাছ খাওয়াচ্ছেন এক ব্যক্তি। সুবিশাল ঠোঁটওয়ালা পাখিরাও উড়ে এসে ছোঁ মেরে ওই ব্যক্তির হাত থেকে মাছ নিয়ে যাচ্ছে। আচমকাই দেখা গিয়েছে, জল থেকে মাথা উঁচু করে উঠছে একটি সি-লায়ন। দ্রুত গতিতে সাঁতরে সটান পৌঁছে গিয়েছে বোটের কাছাকাছি। ওই সি-লায়নের ভাবটা এমন যে, পাখিদের মাছ খাওয়াচ্ছেন ভাল কথা। আমায় আমার ভাগের  খাবারটা দিয়ে দিন তাড়াতাড়ি।

বোটে থাকা ব্যক্তি অবশ্য সি-লায়নের এমন আচমকা আগমনের জন্য প্রস্তুত ছিলেন না। তবে আগত অতিথিকে খালি পেটে ফেরাননি তিনি। পাখিদের মতো ওই সি-লায়নকেও সানন্দে মাছ খাইয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রায় এক কোটি মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। অনেকেই বলছেন, বেচারা পাখিদের খাবারে ভাগ বসিয়েছে এই সি-লায়ন। এত মাছ খেয়ে ওর না আবার পেটে ব্যথা হয়। কেউবা বলেছেন, যতটা শিকার করতে পারে, তার থেকে অনেকটা বেশি পরিমাণ মাছ খেয়ে ও।

তবে এই ভিডিয়ো তোলার সময় কোনও প্রাণী আঘাত পেয়েছে কিনা সে ব্যাপারেও বারবার প্রশ্ন করেছেন নেটিজ়েনরা। প্রায় সকলকেই বলতে শোনা গিয়েছে, ‘আশা করি এই ভিডিয়ো তোলার সময় কোনও প্রাণী আঘাত পায়নি।’ তবে সবকিছুর উপরে নজরে কেড়েছে ওই সি-লায়ন। প্রবল গতিতে সাঁতরে বোটে এসে মুখ বাড়ানো, চেয়েচিন্তে মাছ খাওয়ার ঘটনায় অবাক সকলে। তবে নেটিজ়েনরা সবচেয়ে বেশি অবাক হয়েছেন, ওই সি-লায়নের লাফ দিয়ে বোটে উঠে পড়ার ঘটনায়। প্রথমে বোটে থাকা ব্যক্তির হাত থেকেই মাছ খাচ্ছিল ওই সি-লায়ন। তবে তারপর আর তর সয়নি। একদম লাফিয়ে বোটে উঠে, মাছ রাখার জায়গায় মাথা ঢুকিয়ে গপগপ করে মাছে খেয়েছে ওই সি-লায়ন। পেট ভরে যেতে ফের সমুদ্রে লাফ দিয়ে পালিয়ে গিয়েছে সে।