Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooker’s Lips: গাছ যেন চুমু খেতে আসছে! প্রেম দিবসে তুঙ্গে চাহিদা, ঔষধি গুণেও সেরা

Kissing Lips Plant: এই গাছ দুটি লাল রঙের পাতা তৈরি করে, যা দেখলে আপনার মনে হবে যেন সত্যিই কোনও নারীর ঠোঁট। এই পাতাগুলিকে ব্র্যাক্টস্ বলা হয়। ঠোঁটের আকৃতির পাতার মাঝখান থেকে ছোট সাদা সুগন্ধি ফুল বের হয়। যদিও এই গাছের ফুল পাতার মতো ততটাও আকর্ষণীয় হয় না। গাছটিতে লম্বা সবুজ পাতাও থাকে। সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই গাছে ফুল ফোটে।

Hooker's Lips: গাছ যেন চুমু খেতে আসছে! প্রেম দিবসে তুঙ্গে চাহিদা, ঔষধি গুণেও সেরা
এ আবার কেমন গাছ!
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2024 | 9:12 AM

পৃথিবীতে অনেক রকমের গাছ আছে। এই উদ্ভিদগুলির মধ্যে একটি হল সাইকোট্রিয়া ইলাটা, যা সাধারণত ‘হট লিপস’ বা ‘হুকার লিপস’ গাছ নামেও পরিচিত। কোস্টারিকা, ইকুয়েডর, মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইনফরেস্টে পাওয়া যায় এই গাছ। 2000টিরও বেশি প্রজাতি রয়েছে এই উদ্ভিদের, যা এর গঠনের কারণে এটিকে বিশেষ করে তোলে। তবে যথেচ্ছ ভাবে গাছ কাটা এবং জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এইসব গাছপালা।

অনন্য পাতার আকর্ষণ

এই গাছ দুটি লাল রঙের পাতা তৈরি করে, যা দেখলে আপনার মনে হবে যেন সত্যিই কোনও নারীর ঠোঁট। এই পাতাগুলিকে ব্র্যাক্টস্ বলা হয়। ঠোঁটের আকৃতির পাতার মাঝখান থেকে ছোট সাদা সুগন্ধি ফুল বের হয়। যদিও এই গাছের ফুল পাতার মতো ততটাও আকর্ষণীয় হয় না। গাছটিতে লম্বা সবুজ পাতাও থাকে। সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই গাছে ফুল ফোটে। গাছের লাল পাতাগুলি ফুলের পরাগরেণুতে হামিংবার্ড এবং প্রজাপতিকে আকৃষ্ট করতে সাহায্য করে।

ভালোবাসার প্রতীক

মধ্য আমেরিকায় মানুষজন তাঁদের ভালবাসা প্রকাশ করতে হুকার লিপস গাছের পাতা ব্যবহার করেন। বিশেষ করে প্রেম দিবসে এই গাছের বিশেষ চাহিদা থাকে। এছাড়াও লোকজন এই গাছটি পরিবার এবং বন্ধুদের উপহারও দেয়।

ঔষধি গুণাবলী

শুধু সৌন্দর্যের জন্যই নয়, এই গাছটি তার ঔষধি গুণের জন্যও পরিচিত। এতে রয়েছে সাইকেডেলিক রাসায়নিক ‘ডাইমেথাইলট্রিপটামিন’। এটি কাশি, ব্যথা, আর্থ্রাইটিস, বন্ধ্যাত্ব, পুরুষত্বহীনতা এবং ত্বক সম্পর্কিত অনেক রোগের চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

পরবর্তী প্রজন্ম হয়তো এই গাছটি দেখতে পাবে না

এই গাছগুলি শুধুমাত্র একটি বিশেষ পরিবেশেই বৃদ্ধি পেতে পারে এবং তারা এক থেকে চার মিটার পর্যন্ত বড় হয়। এই গাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজন মাটি, উজ্জ্বল সূর্যালোক এবং বৃষ্টি। সেই জন্য তাদের রেইন ফরেস্টে পাওয়া যায়। এদের স্বাভাবিকভাবে বৃদ্ধি করা বা চাষ করা বেশ কঠিন। কিন্তু জলবায়ুর পরিবর্তনের ফলে গাছপালা যে ভাবে হারিয়ে যাচ্ছে, তাতে এদের সংরক্ষণে দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তী প্রজন্মের মানুষ এই গাছ আর দেখতে পাবে না।