Thirsty Baby Penguin: পিপাসার্ত ছোট্ট পেঙ্গুইনকে বোতলে করে জল খাওয়ালেন ব্যক্তি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা

Latest Viral Video: উদার মনোভাবের পরিচয় দিয়ে নেটপাড়ার লোকজনের মন জিতে নিয়েছেন এক ব্যক্তি। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, পিপাসার্ত ছোট্ট একটি পেঙ্গুইনকে বোতলে করে জল খাওয়াচ্ছেন এক ব্যক্তি।

Thirsty Baby Penguin: পিপাসার্ত ছোট্ট পেঙ্গুইনকে বোতলে করে জল খাওয়ালেন ব্যক্তি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা
মন ভাল করা একটি ঘটনা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 6:55 PM

Viral Video Today: দয়ালু হতে অর্থের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় স্রেফ বড় মনের, বড় মানসিকতার পরিচয় দিতে হয়। আর সেই বড় মন নিয়ে উদার হস্তে পাশে দাঁড়াতে হয় সেই সব প্রাণীদের, যাদের মানুষের মতো বুদ্ধি নেই। তেমনই উদার মনোভাবের পরিচয় দিয়ে নেটপাড়ার লোকজনের মন জিতে নিয়েছেন এক ব্যক্তি। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, পিপাসার্ত ছোট্ট একটি পেঙ্গুইনকে বোতলে করে জল খাওয়াচ্ছেন এক ব্যক্তি।

গ্যাব্রিয়েল কর্নো নামক এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। ক্যাপশনে তিনি লিখেছেন, “তৃষ্ণার্ত শিশু পেঙ্গুইন।”

ভিডিয়োতে ওই দয়ালু ব্যক্তির মুখ দেখা যায়নি। দেখা গিয়েছে কেবল হাত। আর সেই হাত দিয়েই তিনি বোতল থেকে একটু-একটু করে জল খাইয়ে দিচ্ছেন ছোট্ট পেঙ্গুইনটিকে। আর সেই পেঙ্গুইনও ধীরে ধীরে জলপান করে তার পিপাসা মেটাচ্ছে।

১৭ অক্টোবর ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। তার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫ লাখের কাছাকাছি ভিউ হয়েছে ভিডিয়োটির। পাশাপাশি ২৬ হাজারেরও বেশি লাইক এবং ৮ হাজারের বেশি লাইক পড়েছে ভিডিয়োটিতে। ব্যক্তির এমন দয়ালু মনোভাব মন জিতে নিয়েছে নেটিজ়েনদের।

শিশু পেঙ্গুইনটিকে জল দিয়ে সাহায্য করার জন্য অনেকেই ওই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “সুন্দরতায় পরিপূর্ণ এই ভিডিয়ো।” অন্য একজন মন্তব্য করেছেন, “আহ, কি সুন্দর ছোট্ট লোক!” তৃতীয় একজন লিখেছেন, “ওহ! সেই ছোট্ট শিশুটি এত সুন্দর! বেবি পেঙ্গুইন আগে কখনও দেখিনি। কী আদুরে!”