Viral Video: গুজরাতে অবিরাম বৃষ্টি, জঙ্গল ছেড়ে ফ্লাইওভারে হেঁটে বেড়াচ্ছে সিংহ, ব্যাপক ভাইরাল ভিডিয়ো
Viral Video Today: ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। আইএফএস অফিসার সুশান্ত নন্দা তাঁর টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন ঘটনাটি গুজরাতের। ক্যাপশনে তিনি লিখেছেন, 'ভেজা ভেজা রাতে... সিংহ বৃষ্টি উপভোগ করছে এবং ফ্লাইওভারে হাঁটছে।'
Latest Viral Video: বন্যরা বনে সুন্দর, এই কথা হয়তো আমরা বহু দিন ধরেই শুনে আসছি। বন্যরা যদি নাগরিক জীবনে ঢুকে পড়ে, পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে, কোভিড অতিমারির সময় লকডাউন পরিস্থিতিতে আমরা চাক্ষুষ করেছি। তাছাড়া আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে প্রায়শই চিতা থেকে শুরু করে আরও সব বন্যপ্রাণীদের লোকালয়ে প্রবেশ করতে দেখি। জঙ্গলের জন্তুরা মানুষের বাসস্থানে প্রবেশ করলে আক্রমণ করা অনেক দূরের কথা। তাদের দেখা মাত্রই ভয়ে অনেকের শিড়দাঁড়ায় শীতল স্রোত বয়ে যায়। সেরকমই একটা দৃশ্য ফের প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে বৃষ্টিস্নাত রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে একটি সিংহ।
ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। আইএফএস অফিসার সুশান্ত নন্দা তাঁর টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন ঘটনাটি গুজরাতের। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভেজা ভেজা রাতে… সিংহ বৃষ্টি উপভোগ করছে এবং ফ্লাইওভারে হাঁটছে।’
Bheegi Bheegi Raaton Mein … Lion enjoying the rain and taking a stroll on the flyover. Gujarat pic.twitter.com/GLqQez49Mq
— Susanta Nanda (@susantananda3) July 24, 2023
গুজরাতের বিভিন্ন অঞ্চলে গত বেশ কিছু দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের ঘরবাড়িতে ব্যাপক ভাবে জল ঢুকেছে। শুধু মানুষই নয়, বিপাকে পড়েছে পশুপাখিরাও। তাদের বাসস্থানও জলে টইটম্বুর। সেরকমই পরিস্থিতিতে একটি সিংহ জঙ্গল ছেড়ে চলে এসেছে এক্কেবারে লোকালয়ে। মানুষের অবাধ বিচরণের রাস্তায় সিংহটি হাঁটাচলা করছে, যা দেখে অনেকেই ভীত-সন্ত্রস্ত।
24 জুলাই সকালে ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। এর মধ্যেই প্রচুর মানুষ তা দেখে ফেলেছেন। 12 ঘণ্টাও অতিক্রান্ত হয়নি, এর মধ্যেই ভিডিয়োর ভিউ 60K ছাপিয়ে গিয়েছে।