Viral Video: পাম্পে পেট্রল ভরতে গিয়ে এল স্ত্রীর ফোন, রিসিভ করতেই ভয়ঙ্কর বিস্ফোরণ, দেখুন কী কাণ্ড
Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, ওই ব্যক্তি পাম্পে এলেন বাইকে তেল ধরতে। পাম্পের এক কর্মী তাঁর বাইকে পেট্রল ভরতে যাবেন, ঠিক এমনই সময় বেজে উঠল তাঁর ফোন। সেই ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই পাম্পে ঘটে গেল ভয়ঙ্কর বিস্ফোরণ।
Latest Viral Video: পেট্রল পাম্পে যে মোবাইল ব্যবহার করা উচিত নয়, তা আমরা সকলেই জানি। সেখানে মোবাইল ব্যবহারের ফল মারাত্মক হতে পারে। আর সেই কারণেই আপনি বাইক বা গাড়িতে পেট্রল ভরার সময় মোবাইলে কথা বললে পাম্পের কর্মীরাই আপনাকে সতর্ক করে থাকেন। এখন পেট্রল পাম্পে মোবাইল ব্যবহার যে কতটা বিপজ্জনক হতে পারে, তার ইঙ্গিত মিলল সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। সেখানে দেখা গেল, পাম্পে গিয়ে বাইকে পেট্রল ভরার সময় পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখেন এক ব্যক্তি। হুট করেই তাঁর বাইকে আগুন ধরে যায়, তার কিছুক্ষণের মধ্যেই গোটা পাম্পটিই যেন আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে।
ইনস্টাগ্রামে পাওয়ার অফ নিউজ় নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। আসলে পেট্রল একটি দাহ্য পদার্থ। তার সঙ্গে ছেলেখেলা করার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। আপনি যখন একটি মোবাইল ব্যবহার করেন, তখন তা থেকে অনেক ধরনের তরঙ্গ বের হয়। তার ফলেই পেট্রল পাম্পে আগুন ধরে যেতে পারে। তাই, পেট্রল পাম্পে আসার আগে লোকজনকে তাদের ফোন বন্ধ করতে বলা হয়। কিন্তু তারপরেও এমন মানুষজন আছেন, যাঁরা সেই নিষেধাজ্ঞা অবজ্ঞা করে মানুষজন পেট্রল পাম্পে অবাধে মোবাইল ব্যবহার করে যান।
View this post on Instagram
সেই অবহেলারই ফসল হল নাগপুরের এই ঘটনা। বাইকে পেট্রল ভরতে গিয়ে প্রথমে মোবাইলে আগুন ধরল, তারপর তা থেকে ছড়িয়ে পড়ল গোটা পেট্রল পাম্পেই। ইনস্টাগ্রামের এই ভিডিয়ো দেখে ফেললে আপনারও মনে ভয় ধরতে পারে। ভিডিয়োতে দেখা গেল, ওই ব্যক্তি পাম্পে এলেন বাইকে তেল ধরতে। পাম্পের এক কর্মী তাঁর বাইকে পেট্রল ভরতে যাবেন, ঠিক এমনই সময় বেজে উঠল তাঁর ফোন। সেই ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই পাম্পে ঘটে গেল ভয়ঙ্কর বিস্ফোরণ। তবে পাম্পের কর্মীরা সক্রিয় থাকার ফলে সেই আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা যায়।
যে ভাবে পাম্পটিতে আগুন ধরেছিল, তার থেকেও দ্রুত গতিতে দাবানলের মতো এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষজন তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘এরকম অশিক্ষিত লোকজনের জন্যই পাম্পে আগুন ধরার মতো সিরিয়াস ঘটনা ঘটে।’ তবে ওই বাইকের পিছনে যে ব্যক্তি বসেছিলেন, তাঁর জন্য দুঃখ প্রকাশ করেছেন অনেকেই।