Viral Video: মনের আনন্দে রান্না করছিলেন মহিলা, একবার সিটি দেওয়ার পরই বার্স্ট করল প্রেসার কুকার, তারপর…
Viral Video Today: প্রায়শই আমরা দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে দরদাম করি। আর দামে না পোষালে দ্রুত আমাদের নজর চলে যায় সস্তার একটা জিনিসের প্রতি। একটা ভাল প্রেসার কুকার কেন আমাদের জন্য জরুরি, চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই ভিডিয়ো।
Latest Viral Video: রান্নাঘরে আমাদের সারাদিন অনেকটা সময়ই কাটাতে হয়। আর রান্নাঘরে আমাদের আজকাল এমন অনেক জিনিসই ব্যবহার করতে হয়, যা থেকে একাধিক বিপদের সম্ভাবনা থেকে যায়। কখনও রান্নার গ্যাস থেকে আগুন ধরে যায়, কখনও আবার মাইক্রোওয়েভ বার্স্ট করে ঘটে যায় বড়সড় বিপত্তি। রান্না করা আর রান্নাঘরের বিভিন্ন সামগ্রী নিয়ে তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। সম্প্রতি এমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখার পরে আপনি হয়তো আরও একটু বেশিই সতর্ক হবেন। রান্না করছিলেন মহিলা। হঠাৎই দেখা গেল প্রেসার কুকারটি বার্স্ট করল। তার সঙ্গে সঙ্গে চিমনিটাও নিচে খুলে পড়ে গেল এবং আধখানা হয়ে গেলে মুহূর্তের মধ্যে। মহিলা সামান্য দূরে থাকায় নিজেকে বাঁচাতে পেরেছেন। তা না হলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত।
প্রায়শই আমরা দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে দরদাম করি। আর দামে না পোষালে দ্রুত আমাদের নজর চলে যায় সস্তার একটা জিনিসের প্রতি। একটা ভাল প্রেসার কুকার কেন আমাদের জন্য জরুরি, চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই ভিডিয়ো। সস্তার জিনিসে যে কত বড় বিপদ হতে পারে, তা আমাদের ধারণারও বাইরে। বিশ্বাস না হলে এই ভিডিয়োটাই একবার দেখুন।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিয়োটি দেখলে আপনি অবাক হবেন! বাড়ির রান্নাঘরে লাগানো সিসিটিভিতে তা ধরা পড়েছে। ভিডিয়োর শুরুতে একজন মহিলাকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তিনি আরামে রান্না করছিলেন। তাঁর অনতিদূরেই ছিল কুকারটি। হঠাৎ, কুকারটি সিটি বাজানোর সঙ্গে সঙ্গেই তাতে বিস্ফোরণ ঘটে। তার উপরের অংশটি চিমনিতে আঘাত করে এবং চিমনিটাও মাটিতে খুলে পড়ে যায় সজোরে ধাক্কা খেয়ে।
বরাতজোরে মহিলা নিজেকে প্রাণে বাঁচাতে পেরেছেন। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। অনেকেই এই ভিডিয়ো দেখার পরে আতঙ্কিত হয়েছেন। ভিডিয়োটি দেখার পরে কেউ বলেছেন, ‘সস্তার প্রেসার কুকার কিনলে এমনই হয়।’ কেউ আবার যোগ করেছেন, ‘ভাগ্যক্রমে ওই মহিলা প্রাণে বেঁচে গিয়েছেন।’