Viral Video: পথের ফুল বিক্রেতাদের হাতে জলের বোতল ধরাল ছোট্ট ছেলে, বড়দের থেকেও ‘বড়’ মন বলছেন নেটিজেনরা

Little Boy Distributes Water Bottle: ছোট্ট ছেলেটা, নিতান্তই ছোট। কিন্তু এমনই বড় মনের পরিচয় সে দিল, যা বড়দেরও হার মানাতে পারে। আর তার সেই বড় মানসিকতাই মন জিতে নিল নেটপাড়ার লোকজনের। কী করল সে?

Viral Video: পথের ফুল বিক্রেতাদের হাতে জলের বোতল ধরাল ছোট্ট ছেলে, বড়দের থেকেও 'বড়' মন বলছেন নেটিজেনরা
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2022 | 9:33 AM

ছোট্ট ছেলেটা (Little Boy) যেন সত্যিই স্বপ্নের ফেরিওয়ালা! কাঠফাটা রোদ্দুরে পথে বসে থাকা ফুল বিক্রেতাদের হাতে এক এক করে ধরিয়ে দিয়ে আসছে সিল প্যাকড বিসলেরি জলের বোতল (Water Bottle)। আর পিপাসার্ত মানুষগুলোর কাছ থেকে কুড়িয়ে নিচ্ছে প্রাণভরা ভালবাসা, আশীর্বাদ। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral Video) হয়েছে। নেটিজেনরা ওই ছোট্ট ছেলেটার সহানুভূতি এবং উদারতার ভূয়সী প্রশংসা করেছেন।

দয়া এবং সহানুভূতি মানবজীবনের এমনই দুই বৈশিষ্ট্য, যা আমাদের সত্যিকারের মানুষ করে তোলে। আর শিশুরাই এই গুণ সবার প্রথম পায় এবং সর্বোত্তম উপায়ে তার প্রকাশও করে। তেমনই একটা ভিডিয়ো সেই বিষয়টাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আরও একবার। হৃদয়গ্রাহী ভিডিয়োটি মন জিতে নিতে পারে যে কারও। ক্রুদ্ধ ব্যক্তিরও মন গলে যেতে পারে এই ভিডিয়ো দেখে।

ভিডিয়োতে ছোট্ট একটি ছেলেকে জলের বোতল নিয়ে পথের ধারে এগিয়ে যেতে দেখা গিয়েছে। ছেলেটির নাম আয়ান। সেই জলের বোতলগুলো নিয়ে তাকে দেখা যায় ফুটপাতে বসে থাকা মানুষগুলির হাতে তুলে দিতে। সেই সব মানুষগুলি, যাঁরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এই রোদের মধ্যেও পথে বসে ফুস বিক্রি করে চলেছেন তাঁরা। আয়ান এক এক করে সকলের কাছেই যায় এবং তাঁদের হাতে সিল প্যাক বিসলেরি জলের বোতলও তুলে দেয়। ছোট ছেলেটার এমন বড় মন দেখে সকলেই খুব খুশি হন। এক বৃদ্ধা দু’হাত ভরে আশীর্বাদও করেন আয়ানকে। আর তাতে তার ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি করে হাসিটাও।

আইএএস অফিসার অবনীশ শরণ ট্যুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “আপনার ছোট দয়া কারও দিনটিকে বিশেষ করে তুলতে পারে …”

হৃদয়গ্রাহী ভিডিয়োটি অনেকেরই হৃদয়ে দাগ কেটে দিয়েছে। এত ছোট বয়সে এমন দয়ালু মন দেখে প্রশংসা করেছেন অনেকেই। ভিডিয়োটি যিনি রেকর্ড করেছেন, তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন অনেকে। বলেছেন, “এই ভিডিয়োটা না দেখতে পারলে, জীবনে বড় কিছু মিস করে যেতাম।” ভিডিয়োটা যিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন কেউ কেউ। বলেছেন, “এই ধরনের কাজগুলো পাবলিক প্ল্যাটফর্মে আরও বেশি করে পোস্ট করা দরকার, যাতে আরও বেশি সংখ্যক মানুষ অনুপ্রাণিত হন এবং তাঁরাও এগিয়ে আসেন।”