Optical Illusion: আপনি সিরিয়াস নাকি দায়িত্বজ্ঞানহীন, বলে দেবে এই ছবি
Viral News: কী দেখছেন এই ছবিতে? আর বুঝছেনই বা কী? ছবিটা দেখে আপনি যাই বুঝবেন, তাই বলে দেবে আপনি জীবনে সিরিয়াস নাকি দায়িত্বজ্ঞানহীন। খুঁটিয়ে একবার ছবিটা লক্ষ্য করে দেখুন তো।
অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) কিছু ছবি হয় এমন, যাদের খুব সহজে ব্যখ্যা করা যায়। আবার কিছু এমন ছবি থাকে, যেগুলি খুবই বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায় অনেকের কাছে। ছবিতে কী রয়েছে তা উদ্ধার করার জন্য একদিকে যেমন ক্ষুরধার বুদ্ধির প্রয়োজন হয়, তেমনই আবার দরকার হয় তদন্তেরও। সেই কারণেই হালফিলে অপ্টিক্যাল ইলিউশনের ছবিগুলি খুব জনপ্রিয় হচ্ছে। ব্যাপক ভাইরাল (Viral) হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। আপনার মধ্যে লুকিয়ে থাকা এক আবিষ্কারককে খুঁজে নিয়ে আসছে ছবিগুলো, তুলে ধরছে আপনার ব্যক্তিত্বও। ব্যক্তির উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গি বুঝতে আখছারই এই ধরনের বিভ্রান্তিকর অপ্টিক্যাল ইলিউশনের শরণাপন্ন হন। আজ এমন একটা ছবি আমরা নিয়ে এসেছি, যেখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন। আর আপনার সেই দৃষ্টিভঙ্গিই বলে দেবে, আপনি কেমন মানুষ। কী রয়েছে ছবিটায়, একবার দেখে নেওয়া যাক।
কী দেখতে পাচ্ছেন ছবিটায়? একটা হলুদ ব্যাকগ্রাউন্ডে লাল রঙের পাখি? নাকি কারও মুখ? দেখে মনে হচ্ছে না, একটা সিংহ তাকিয়ে রয়েছে আপনার দিকে? এই অপ্টিক্যাল ইলিউশনে আপনি এই দুটি প্রাণীকেই দেখতে পারেন – একটি পাখি এবং একটি সিংহ। তবে ছবিটা প্রথমে দেখে আপনার যা মনে হয়েছে, তা বলে দিতে পারে আপনি কেমনতর মানুষ?
সিংহ: যদি ছবিটা দেখার পর প্রথমেই মনে হয় সিংহ, তাহলে আপনি একজন সাহসী তদন্তকারী। যে কোনও তথ্য অনুসন্ধানে আপনি দক্ষ। ঘটনার গভীরে গিয়ে তদন্ত করতে আপনি কুণ্ঠা বোধ করেন না।
পাখি: এখন এই ছবিটা দেখার পর যদি বলেন পাখি দেখলেন, তাহলে দেখে যদি আপনার মনে হয় পাখি, তাহলে আপনি একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ। কোনও জিনিসটা আপনি সিরিয়াসলি নেন না। তবে জীবনে ক্রিয়েটিভ সত্ত্বা দিয়ে বড়সড় কিছু করার পরিকল্পনা রয়েছে আপনার।
ছবিটা বন্ধুবান্ধব, প্রিয়জনের কাছেও শেয়ার করে তার দৃষ্টিভঙ্গির একটা পরীক্ষা নিতে পারেন।