Viral Video: ‘আমাকে বাঁচাও…আমাকে ছেড়ে দাও,’ স্যুটকেসের ভিতর থেকে প্রেমিকের আর্তনাদ, তারপর…

Viral Video Today: ঘটনাটি 2020 সালের। সম্প্রতি কোর্ট ট্রায়ালের কারণে ঘটনার ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। মহিলার নাম সারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি আসলে একপ্রকারের হোমিসাইড। স্যুটকেসের মধ্যে দীর্ঘ সময় বন্দি করে রাখার ফলে অ্যাসফিকসিয়েশনের (Asphyxiation) কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Viral Video: 'আমাকে বাঁচাও...আমাকে ছেড়ে দাও,' স্যুটকেসের ভিতর থেকে প্রেমিকের আর্তনাদ, তারপর...
জীবন যখন বাক্সবন্দি...
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 3:27 PM

Latest Viral Video: প্রেম মন ভাল রাখে। কিন্তু সেই প্রেম যে কখন ভয়ঙ্কর হতে পারে, তা সত্যিই কারও জানা নেই। কয়েক মাস আগে দিল্লির প্রেমিকের ঘটনায় শিহরিত হয়েছিলাম আমরা। প্রেমিকাকে খুন করে, তাঁর শরীরের কয়েক টুকরো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল সেই প্রেমিক। টুইটারে একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে শুধুই একটা স্যুটকেস (Suitcase) দেখা গিয়েছে। স্যুটকেসটিকে নড়তে দেখা যাচ্ছে অনর্গল। না, কোনও বিড়াল বা কুকুর ছিল না সেই বাক্সের ভিতরে। স্যুটকেসের ভিতর থেকে ভেসে আসছিল আর্তনাদ, ‘আমাকে বাঁচাও…আমাকে ছেড়ে দাও।’

ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ফ্লোরিডার (Florida)। ল ক্রাইম নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি প্রথম শেয়ার করা হয়েছিল। পরবর্তীতে তা More Crazy Clips নামক আর একটি টুইটার পেজ থেকে শেয়ার করা হয়। ওই স্যুটকেসের ভিতরে ছিলেন এক প্রেমিক। তিনি কী দোষ করেছিলেন, জানতে পারিনি আমরা। কিন্তু এটুকু জানতে পেরেছি যে, প্রেমিকা তাঁর প্রেমিককে স্যুটকেসের ভিতরে বন্দি করে শাস্তি দিচ্ছিলেন। দীর্ঘ সময় বাক্সবন্দি করে রাখা হয়েছিল মানুষটাকে। তারপর মৃত্যু হয় তাঁর।

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ফ্লোরিডার এক মহিলা তাঁর প্রেমিককে স্যুটকেসে বন্দি করে রেখেছিলেন। পরে তাঁর মৃত্যু হয়।’ ভিডিয়োতে কেবলই স্যুটকেসটিকে নড়তে দেখা গিয়েছে। আর শোনা গিয়েছে মহিলা ও তাঁর প্রেমিকের মধ্যে কথোপকথন। ভিডিয়োর প্রথম থেকেই ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে নাম ধরে ডাকতে থাকে। আমাকে মুক্ত কর, এই শব্দগুলো মুখ ফুটে না বললেও তাঁর গলার স্বর শুনেই বোঝা যায় মুক্তি ছাড়া আর কী-ই বা চাইতে পারেন তিনি। মেয়েটি উত্তরে বলতে থাকে, ‘ওটা আমার নাম। বারবার ডেকো না। কোনও লাভ হবে না।’

দোষ তা সে যত বড়ই হোক না কেন, তা বলে বাক্সবন্দি করে রাখা হবে? ছেলেটি স্বর ভেসে আসে স্যুটকেসের ভিতর থেকে। মেয়েটি উত্তরে জানায়, তুমি এতদিন ধরে আমার সঙ্গে যা করেছো তার শাস্তি এটাই। ঘটনাটি 2020 সালের। সম্প্রতি কোর্ট ট্রায়ালের কারণে ঘটনার ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। মহিলার নাম সারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি আসলে একপ্রকারের হোমিসাইড। স্যুটকেসের মধ্যে দীর্ঘ সময় বন্দি করে রাখার ফলে অ্যাসফিকসিয়েশনের কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সেকেন্ড ডিগ্রির মার্ডার চার্জ দিয়ে 2020 সালের ফেব্রুয়ারি মাসেই পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছিল।

পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, 11 ঘণ্টারও বেশি সময় সারা তার প্রেমিককে ওই স্যুটকেসে বন্দি করে রেখেছিল। স্যুটকেসের একটা জ়িপ খারাপ ছিল, সেই জায়গায় কাগজ গুঁজে দিয়ে সারা, যাতে তার প্রেমিক সেখান থেকে বেরোতে না পারে।