Viral Post: অসুস্থ মেয়ের জন্য হাসপাতালের ঘরকে সাজিয়ে তুললেন বাবা, জানালেন শুভ দীপাবলি…

রাহুল টুইটারে তাঁর মেয়ের হাসপাতালের রুমের একটি ছবি শেয়ার করেছেন। মেয়েটি ডেঙ্গুতে ভুগছিল। মেয়ের রুমের মধ্যে উৎসবের উল্লাস এনে দেওয়ার জন্য তিনি কিছু ফেয়ারলাইট এবং প্রদীপ দিয়ে ঘরটি সাজিয়েছিলেন।

Viral Post: অসুস্থ মেয়ের জন্য হাসপাতালের ঘরকে সাজিয়ে তুললেন বাবা, জানালেন শুভ দীপাবলি...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 8:23 PM

দীপাবলিতে তাঁর মেয়ের প্রতি ভালবাসার এক নিদারুণ ছাপ রাখলেন এক বাবা। তাঁর এই ভঙ্গি সোশ্যাল মিডিয়ায় আজকের দিনে অন্ত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। উদয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাহুল ভার্মা দীপাবলির জন্য তাঁর মেয়ের হাসপাতালের রুমকে উজ্জ্বল করে তুলেছিলেন। যা নেটিজেনদের কাছ থেকে প্রভূত প্রশংসা অর্জন করেছেন।

ছবিটি দেখুন:

রাহুল টুইটারে তাঁর মেয়ের হাসপাতালের রুমের একটি ছবি শেয়ার করেছেন। মেয়েটি ডেঙ্গুতে ভুগছিল। মেয়ের রুমের মধ্যে উৎসবের উল্লাস এনে দেওয়ার জন্য তিনি কিছু ফেয়ারলাইট এবং প্রদীপ দিয়ে ঘরটি সাজিয়েছিলেন। তিনি তাঁর থ্রেডে আরও কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে তিনি তাঁর মেয়ের জন্য বেলুন, মিষ্টি এবং চকলেটও এনেছেন।

তিনি টুইটের ক্যাপশন দিয়েছেন, ‘মেয়ের ডেঙ্গু হয়েছে, তাই আমি হাসপাতালকেই সাজিয়ে দিলাম। শুভ দীপাবলি।’ অন্য একটি ছবিতে তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, ছোট ছোট আনন্দগুলোই সব।’

এই পোস্টটি ১৫,০০০-এরও বেশি লাইক এবং অনেক প্রতিক্রিয়া পেয়েছে এর মধ্যেই। লোকেরা রাহুলের মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তার জন্য প্রার্থনাও করেছে। অনেকেই রাহুলের এই চিন্তাশীল কাজের জন্য প্রশংসাও করেছেন।

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?