Viral Video: ২০ হাজার ক্যালোরির বার্গার মাত্র ৪ মিনিটে সাবাড় করলেন যুবক! ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এই দৈত্যাকার বার্গারে কী কী উপকরণ ছিল, তা শুনে চমকে গিয়েছেন নেটিজ়েনরা।

Viral Video: ২০ হাজার ক্যালোরির বার্গার মাত্র ৪ মিনিটে সাবাড় করলেন যুবক! ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
বার্গার চ্যালেঞ্জে অংশগ্রহণ করে এই অসাধ্য সাধন করেছেন ওউ যুবক।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 8:16 AM

নেট দুনিয়ায় আজকাল এমন সব ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে অবাক হয়ে যান নেটিজ়েনরা। সম্প্রতি ইউটিউবে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে সুবিশাল আয়তনের একটি বার্গার মাত্র চার মিনিটে সাবাড় করেছেন এক যুবক। জানা গিয়েছে, দৈত্যাকার ওই বার্গারে ছিল ২০ হাজার ক্যালোরি। Matt Stonie ইউটিউবে এই ভিডিয়ো শেয়ার করেছেন, যা দেখে কার্যত হাঁ হয়ে যাবেন আপনি। জানা গিয়েছে, একটি ফুড চ্যালেঞ্জে গিয়ে ওই পেল্লাই সাইজের বার্গার মাত্র চার মিনিটে খেয়ে নিয়েছেন এই যুবক। লাস ভেগাসে এই ফুড চ্যালেঞ্জের আয়োজন করা ছিল। লাস ভেগাসের Heart Attack Grill রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল The Octuple Bypass Challenge- এর। সেখানেই এই বিশাল বার্গার খেয়েছেন ওই যুবক।

কী কী ছিল দৈত্যাকার ওই বার্গারে?

৮টি ১/২lb প্যাটিস, চিজের ১৬টি স্লাইস, একটি গোটা রেড অনিয়ন, ২টো টোম্যাটো, লঙ্কা, ৪০টি বেকন স্লাইস, ২টো হ্যামবার্গার বান। এই বিশাল বার্গার এত কম সময়ে খেয়ে রেকর্ড গড়েছেন Miki Sudo নামের এক যুবক। ইউটিউবে ওই যুবকের গপগপ করে বার্গার সাবাড় করার ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, জল দিয়ে গিলে গিলে বার্গার খাচ্ছেন তিনি। ঘেমেনেয়ে একসা অবস্থা। কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়েননি Miki Sudo নামের ওই যুবক। ইতিমধ্যেই এই ভিডিয়োর ভিউ ৮০ লক্ষ পেরিয়ে গিয়েছে।

দেখুন সেই ভিডিয়ো

কীভাবে ওই যুবক একসঙ্গে এতটা খাবার খেলেন, এত বড় বার্গার মাত্র চার মিনিটে খেয়ে নিলেন, তাই ভেবেই অবাক হয়েছেন নেটিজ়েনরা। অনেকেই বেশ মজাদার কমেন্ট করেছেন। অনেকে আবার বলেছেন তাঁরা এই বার্গারের অর্ধেকও খেতে পারতেন না। কিন্তু এই যুবক কার্যত অসাধ্য সাধন করে দেখিয়েছেন। তবে এত বড় বার্গার এত কম সময়ে জল দিয়ে গিলে গিলে খাবার সময় যুবকের যে বেশ কষ্ট হয়েছে সেকথারও উল্লেখ করেছেন নেটিজ়েনদের অনেকেই। কেউ বলেছেন এই যুবক আসলে সত্যিই মহামানব। কেউবা বলেছেন, এভাবে খাওয়া দেখে তাঁদের অস্বস্তি হয়েছে। তবে বেশিরভাগের কথাতেই, কষ্ট হোক বা দেখতে বাজে লাগুক, জল দিয়ে গিলে হোক বা সাধারণ ভাবে চিবিয়ে- যেনতেনপ্রকারেণ চ্যালেঞ্জ পূরণ করেছেন এই যুবক। তাঁর স্পিরিটকে কুর্নিশ জানানো উচিত।

আরও পড়ুন- Viral Video: গোলাপি ডলফিন! মাঝসমুদ্রে জলকেলিতে মগ্ন দুই গোলাপি ডলফিন, দেখুন ভিডিয়ো