Viral Post: মুম্বই থেকে গোয়া যাওয়ার Flight Fare মাত্র 85 টাকা, হুড়োহুড়ি করবেন না, সবাই দেখুন…
Viral Video Today: আজ থেকে 48 বছর আগের বিমান টিকিটের দাম কত ছিল? সেই ধারণাও করা যায় না খুব একটা। সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখলে আপনার চোখ কপালে উঠবে।
Latest Viral Post: বর্তমানে সময় বাঁচাতে অনেক মানুষই ফ্লাইটে যাতায়াত করেন। তবে ট্রেনের তুলনায় টিকিটের দাম অনেকটাই বেশি হওয়ায় সবার পক্ষে সম্ভবও হয় না। 10 বছর আগে যে জিনিসগুলো 5 টাকায় পাওয়া যেত,সেগুলোই এখন 10 টাকায় পাওয়া যাচ্ছে। শুধু ফ্লাইট টিকিট কেন, সব জিনিসের দামই আকাশ ছোঁয়া। তবে আজ থেকে 48 বছর আগের বিমান টিকিটের দাম কত ছিল? সেই ধারণাও করা যায় না খুব একটা। সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখলে আপনার চোখ কপালে উঠবে।
আজকের তারিখে, আপনি যদি মুম্বাই থেকে গোয়া ফ্লাইটে যেতে চান, তাহলে 1,782 টাকা থেকে 11,894 টাকা দাম পড়বে। কিন্তু যে টিকিটটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে 1975 সালের ইন্ডিয়ান এয়ারলাইন্সের টিকিটে ফ্লাইটের ভাড়া মাত্র 85 টাকা। হ্যাঁ, আপনি একেবারে সঠিক পড়েছেন। একবার হলেও মনে হচ্ছে তো, যদি টাইম মেশিনের সাহায্যে ফিরে যেতে পারতেন সেই সময়ে। যদিও এর আগে 2 টাকায় দোসা, 50 পয়সায় চা সহ আরও অনেক কিছু ভাইরাল হয়েছে। তবে এই ভাইরাল হওয়া টিকিটটি বহু নেটিজ়েনের নজর কেড়েছে।
Indian Airlines ticket from 1975. Bombay to Goa for ₹85! cc. @airindiain pic.twitter.com/FwJaLYDAX6
— India Wants To Know: India’s First Panel Quiz Show (@IWTKQuiz) April 13, 2023
একটি টুইটার পেজ থেকে এই ছবিটি পোস্ট করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ছবি। অনেকে অনেক কমেন্টও করেছেন। এই 48 বছর আগের ইন্ডিয়ান এয়ারলাইন্সের টিকিট @IWTKQuiz হ্যান্ডেলের মাধ্যমে টুইটারে শেয়ার করা হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “1974 সালে ব্যাঙ্গালোর থেকে বোম্বে যাওয়ার ভাড়া ছিল 280 টাকা।” অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “1982 সালে বোম্বে থেকে আহমেদাবাদের ভাড়া ছিল 200 টাকা।”