Viral Video: পরোটার পুরে ভরা হল 500 টাকার নোট, সেঁকার পর তা থেকে বেরিয়ে এল 2,000 টাকা

Viral Video Today: মহিলাকে দেখা গেল পরোটা তৈরি করতে, যার পুর হিসেবে তিনি 500 টাকার নোট ব্যবহার করলেন। শুধু তাই নয়। তার থেকেও তাজ্জব হওয়ার মতো অবস্থাটি হল, সেই পরোটা যখন সেঁকা হয়ে গেল তখন তার ভিতর থেকে বেরিয়ে এল একটি 2,000 টাকার নোট।

Viral Video: পরোটার পুরে ভরা হল 500 টাকার নোট, সেঁকার পর তা থেকে বেরিয়ে এল 2,000 টাকা
অবাক কাণ্ড বটে!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 12:21 PM

Latest Viral Video: এই সোশ্যাল মিডিয়ায় যে আর কত ভিন্ন ধরনের ভিডিয়ো দেখতে পাবেন, তা সত্যিই আন্দাজ করতে পারবেন না। ইন্টারনেটকে আপনি এখন যে-যে ভাবে কাজে লাগাতে চাইবেন, সবেতেই তা কাজে আসবে। জ্ঞানের ভাণ্ডার হোক বা বিনোদনের অন্যতম সেরা মাধ্যম, সব কাজেই আপনি ইন্টারনেটকে কাজে লাগাতে পারবেন। আর সেই সব কিছুই খুব ভাইরাল হয় এবং মানুষজন সেগুলি উপভোগ করেন বলেই সেগুলি ভাইরাল হয়। তবে এবার যা দেখা গেল, তা আগে কখনও দেখেননি আপনি। এক মহিলাকে দেখা গেল পরোটা তৈরি করতে, যার পুর (Stuff) হিসেবে তিনি 500 টাকার (Rs 500 Note) নোট ব্যবহার করলেন। শুধু তাই নয়। তার থেকেও তাজ্জব হওয়ার মতো অবস্থাটি হল, সেই পরোটা (Paratha) যখন সেঁকা হয়ে গেল তখন তার ভিতর থেকে বেরিয়ে এল একটি 2,000 টাকার নোট।

সত্যিই এ যেন এক অবাক কাণ্ড! এমন কোনও মেশিনও তো নেই, যার ভিতরে আপনি পরোটার পুর হিসেবে 500 টাকা দিলে, খাওয়ার সময় তা থেকে একটা 2,000 টাকার মোট বেরিয়ে আসবে। তাহলে মহিলা কি ম্যাজিশিয়ান? নাকি কোনও এক অলৌকিক ক্ষমতার অধিকারী? সোশ্যাল মিডিয়ায় এখন সেই প্রশ্নই করছেন নেটিজ়েনরা। তাঁরা দাবি করেছেন, এমন কি কোনও ফর্মুলা রয়েছে, যার ফলে এমনটা সম্ভব? তা যদি সত্যিই থাকে, তাহলে নেটিজ়েনরাও সেটা শিখে কাজে লাগাতে চাইছেন।

View this post on Instagram

A post shared by Janu Khan (@janu9793)

ভাইরাল ভিডিয়োতে দেখা গেল, মহিলার পরোটা তৈরি করতে-করতে পুর হিসেবে তার ভিতরে একটা 500 টাকার নোট ভরে দিলেন। তারপর সেটিকে তাওয়ায় দিলেন এবং সামান্য ঘি দিয়ে তার এপিঠ-ওপিঠ আরও ভাল করে সেঁকে নিলেন। সেই পরোটাই পুরোদস্তুর প্রস্তুত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার উপরের এবং নিচের স্তরগুলি আলাদা হয়ে যায়। তারপর আর এক অলৌকিক ঘটনা দেখা যায়। সেঁকা পরোটাটিকে যখন মহিলা খুলতে গেলেন, তখন তা থেকে একটা 2,000 টাকার নোট বেরিয়ে এল।

ইনস্টাগ্রামে janu9793 নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। প্রায় 66 লাখেরও কাছাকাছি মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। এক লাখেরও বেশি মানুষ এই ভিডিয়ো লাইক করেছেন। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখার পর দাবি করেছেন, এটি এডিট করা হয়েছে। তাঁদের দাবি, প্রথমে 500 টাকার নোট ভরে পরোটা সেঁকা হয়, তারপর তা তৈরি হয়ে যাওয়ার পর ওই নোটটা বের করে একটা 2000 টাকার নোট ভরে দেওয়া হয়।