Optical Illusion: মেঘ, পাখি আর ঘুড়ির মাঝেই রয়েছে একটি ভেঁড়া, বলুন তো সে কোথায়?
Viral Optical Illusion: আপাত দৃষ্টিতে এই ছবিতে আপনি মেঘ, ঘুড়ি আর পাখি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কিন্তু এই জিনিসগুলি ছাড়াও ছবিতে রয়েছে একটি প্রাণী। প্রাথমিক ভাবে সে প্রাণীটি আপনি দেখতে না পেলেও একটু খুঁটিয়ে দেখলেই তা নজরে আসবে।
Latest Optical Illusion: শরীরকে সুস্থ রাখতে আর মনকে সতেজ রাখতে আমরা অনেকেই প্রত্যহ ব্যায়াম করি। কিন্তু এমন যদি কোনও উপায় থাকত, যার দ্বারা মস্তিষ্ককেও আমরা তীক্ষ্ণ রাখতে পারতাম? কয়েকটা ব্যায়াম করলেই যদি আশি বছরের মানুষটার ভাবনাচিন্তার স্তর আট বছরের বাচ্চার মতো হয়ে যেত, কেমন হত তাহলে? কিন্তু সত্যিই কি এমন কোনও ব্যায়াম আছে? যদি বলি আছে, তাহলে বিশ্বাস করবেন তো?
সত্যিই আছে। আপনি হয়তো এর মধ্যে সেই ব্যায়াম একাধিক বার করেও ফেলেছেন। নামটা বললে বুঝতে সুবিধা হবে আপনার। অপটিক্যাল ইলিউশন সম্পর্কে নিশ্চয়ই ধারণা রয়েছে আপনার? সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আপনি নিশ্চয়ই এই ধরনের ছবিগুলি দেখেও থাকেন, আর তা নিয়ে ভাবতে-ভাবতে শেষ পর্যন্ত রহস্যের কিনারাও করে ফেলেন। এর থেকে ভাল মস্তিষ্কের জন্য ব্যায়াম আর কী-ই বা হতে পারে! সেরকমই একটা ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা।
আপাত দৃষ্টিতে এই ছবিতে আপনি মেঘ, ঘুড়ি আর পাখি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কিন্তু এই জিনিসগুলি ছাড়াও ছবিতে রয়েছে একটি প্রাণী। প্রাথমিক ভাবে সে প্রাণীটি আপনি দেখতে না পেলেও একটু খুঁটিয়ে দেখলেই তা নজরে আসবে। তবে বেশিক্ষণ সময় নেওয়া যাবে না কিন্তু। আপনার হাতে রয়েছে মাত্র 19 সেকেন্ড। তার মধ্যেই ছবি থেকে আপনাকে খুঁজে বের করতে হবে প্রাণীটিকে।
প্রথমে বলি, প্রাণীটি কী? এখানে মেঘ, ঘুড়ি আর পাখির পাশাপাশিই রয়েছে একটি ভেঁড়া। সেই ভেঁড়াটিকেই আপনাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আপনি যদি ভেঁড়াটিকে খুঁজে না পান, তাহলে চিন্তা করবেন না। নীচের ছবিটা একবার ভাল করে দেখলেই বুঝতে পারবেন, ভেঁড়াটি কোথায় রয়েছে।