Viral Video: বিষাক্ত সাপ উদ্ধার করে অযথা চেঁচামিচি, উদ্ধারকারীকে নেটিজ়েনদের তীব্র ভর্ৎসনা

Viral Video Today: ভিডিয়োতে নীল টি-শার্ট পরিহিত এক ব্যক্তিকে দৌড়ে-দৌড়ে একটি কাঠের তক্তার কাছে ছুটে আসতে দেখা যায়। হুট করেই তিনি তারপর কাঠের তক্তাটিকে তুলে দিলেন। সেখান থেকেই ওই সাপটিকে বের করলেন এবং ক্যামেরায় তা দেখালেনও।

Viral Video: বিষাক্ত সাপ উদ্ধার করে অযথা চেঁচামিচি, উদ্ধারকারীকে নেটিজ়েনদের তীব্র ভর্ৎসনা
সরীসৃপ প্রেমীর এহেন আচরণ দেখে সকলে বিস্মিত!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 8:38 PM

Latest Viral Video: সম্প্রতি একটি ভিডিয়োতে এক ব্যক্তিকে আস্তানা থেকে একটি বিষাক্ত সাপকে বের করতে দেখা গিয়েছে। ক্যামেরায় তিনি সেই বিষয়টি তুলেও ধরেন। তীব্র উত্তেজনা লক্ষ্য করা যায় অকুতোভয় ওই ব্যক্তির থেকে। আসলে ওই ব্যক্তি একটু কমই কথা বলছিলেন। তবে প্রচুর চিৎকার করছিলেন। আর সেই কারণেই এই ভিডিয়ো নেটিজ়েনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সপ্তাহ খানেক আগেই এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে world_of_snakes নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই ভিডিয়োতে 10 হাজারেরও বেশি লাইক পড়েছে। ভিডিয়োতে নীল টি-শার্ট পরিহিত এক ব্যক্তিকে দৌড়ে-দৌড়ে একটি কাঠের তক্তার কাছে ছুটে আসতে দেখা যায়। হুট করেই তিনি তারপর কাঠের তক্তাটিকে তুলে দিলেন। সেখান থেকেই ওই সাপটিকে বের করলেন এবং ক্যামেরায় তা দেখালেনও। সাপটি সে সময় বেঁচে ছিল এবং ফোঁসও করছিল। মালুম চলছিল, কতটা বিষাক্ত ছিল সেই সাপ।

সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের একটা বড় অংশ ওই ব্যক্তিকে তীব্র ভর্ৎসনা করেছেন। কোনও প্রাণীকে উদ্ধার করতে এসে এতটা উত্তেজনা দেখানো ঠিক নয় বলেই দাবি করেছেন তাঁরা। একজন এই ভিডিয়ো দেখার পরে মন্তব্য করছেন, “এদের উত্তেজনার কারণ আমি কখনই বুঝতে পারি না। আমি এটুকু খালি বুঝি যে, সাপ যাঁরা উদ্ধার করেন তাঁরা সরীসৃপপ্রেমী হন। কিন্তু এই লোকটা যেন শালীনতার সমস্ত মাত্রা অতিক্রম করে গিয়েছেন।”

আরেকজন ব্যবহারকারী কটাক্ষ করে বললেন, “ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে, সাপ কিছু শুনতে পায় না। অযথা এই লোকটা চিৎকার করে গেল।” আর একজন যোগ করে বললেন, “এই পেজ থেকে সাপ উদ্ধারের সবথেকে খারাপ ভিডিয়োগুলো শেয়ার করা হয়।”