Viral Video: বুলডোজ়ারে চেপে কর্দমাক্ত রাস্তা পার হচ্ছিল দুই ব্যক্তি, কিন্তু ফল হল উল্টো! দমফাটা হাসির ভিডিয়ো
Latest Viral Video: ভিডিয়োটিতে দুই ব্যক্তি কাদা থেকে বাঁচতে একটি বুলডোজারের সাহায্য নিয়েছেন। তাতে চড়ে বসেছেন। আর যাতে কোনওভাবেই জামা জুতো খারাপ না হয়, তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে অবশেষে এমন কিছু হবে, যা আপনি ভাবতেও পারবেন না।
Viral Video Today: বর্ষায় সবচেয়ে বড় সমস্যা হল রাস্তায় জমে থাকা কাদা-জল পেরিয়ে যাওয়া। তারউপর যদি পাশ থেকে কোনও গাড়ি খুব স্পিডে সেই জলের উপর থেকে যায়, তাহলে কী হয়, সে আর বলার অপেক্ষা থাকে না। ফলে বর্ষাকালে মানুষ কাদা দেখলেই সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। ভাল জুতো পরলে তা বাঁচানোর জন্য অনেক মানুষই অন্য পথ বেছে নেন। তবে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। শুরু তাই নয়, ভিডিয়োটির শেষে আপনি হাসি চেপে রাখতে পারবেন না। ভিডিয়োটিতে দুই ব্যক্তি কাদা থেকে বাঁচতে একটি বুলডোজারের সাহায্য নিয়েছেন। তাতে চড়ে বসেছেন। আর যাতে কোনওভাবেই জামা জুতো খারাপ না হয়, তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে অবশেষে এমন কিছু হবে, যা আপনি ভাবতেও পারবেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই ব্যক্তি বুলডোজারের মাথায় চেপেছেন। তার কারণ হল কিছুতেই কাদা পেরবেন না। ভাল জামা-জুতো খারাপ হয়ে যাওয়ার ভয়ে। কোনও রকমে ব্যালেন্স করে একটুখানি জায়গায় বসে রয়েছেন দুজনে। আর চালকও তাদের পার করে দিয়েছেন। সবে সেখান থেকে নামতে যাবেন, আর তাদের ব্যালেন্স বিগরে যায়। সোজা গিয়ে পড়েন কাদা জলে। আর তা দেখে অধিকাংশ নেটিজ়েনের হাসি থামছে না। তবে ভিডিয়োটিতে বোঝা যাচ্ছে, তারা এতটাই জোরে পড়ে গিয়েছেন, যে তাদের লেগেছে।
नीचे था कीचड़ तो साहब लोगों ने जूते ख़राब करने के बजाए बुलडोज़र से बेड़ा पार करने की सोची। मगर निर्देश पहले ही जारी हो चुके हैं कि बुलडोज़र का दुरुपयोग नहीं होना चाहिए। अब बुलडोज़र बुरा तो मानेगा ही न 😁😆 pic.twitter.com/w0SR4Pw2P4
— SANJAY TRIPATHI (@sanjayjourno) September 6, 2023
22 সেকেন্ডের এই ভিডিয়োতে উভয় যুবকই কাদায় একেবারে মাখামাখি হয়ে যান। এই ভিডিয়োটি এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ দেখেছেন। কেউ কেউ এই ভিডিয়োতে মজার কমেন্টও করেছেন।