Optical Illusion: 5 সেকেন্ডে এই ছবি থেকে একটা সাপ খুঁজে বের করতে পারলে আপনি চ্যাম্পিয়ন
Optical Illusion Challenge: একটা সাপ রয়েছে এই ছবিতে। আপনি যদি তাকে 5 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারেন, তাহলে আপনাকে চ্যাম্পিয়ন বলতে হয়।
অপ্টিক্যাল ইলিউশন মানেই তা আপনার নজর পরখ করবে। পরীক্ষা করবে আপনার দৃষ্টিভঙ্গির। কতটা খুঁটিয়ে দেখতে পারেন একটা ছবি, যাচাই করবে তা। তাই তো আজকাল অপ্টিক্যাল ইলিউশন নিয়ে চতুর্দিকে এতো মাতামাতি। তবে এই ধরনের ছবির ধাঁধা নতুন কোনও বিষয় নয়। এর আগেও এই ধরনের ছবি ব্যবহৃত হত। আরও বেশি করে ব্যহৃত হত মানুষের মস্তিষ্কের ভাবনাচিন্তার প্রক্রিয়াটি সর্বদা চালু রাখার জন্য। আর যাঁরা প্রতিনিয়ত এই ছবির ধাঁধাগুলি সমাধান করেন, তাঁরা সত্যিই তাঁদের মস্তিষ্কের ক্ষমতা নিয়ে বাজি ধরতে পারেন।
এই যেমন ধরুন নীচের এই ছবিটা। কী দেখছেন আপনি এতে? এখানে খালি কয়েক পিস কলা ছাড়া আর কিছু দেখা সম্ভব নয়, তাই তো? কিন্তু সেখানে তো নিশ্চয়ই কিছু একটা আছে। আর তাই তো তা আপ্টিক্যাল ইলিউশন এবং সেই কারণেই তো ছবিটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। কিন্তু কি আছে? না, সেটা আপনাকে ভাবতে হবে না। আমরাই বলে দেব, এই ছবিতে এত কলার পাশাপাশি আর কী-ই রয়েছে। তবে কোথায় রয়েছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে।
একটা সাপ রয়েছে এই ছবিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন। সাপ রয়েছে ছবিটিতে। আর আপনি যদি তাকে 5 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারেন, তাহলে আপনাকে চ্যাম্পিয়ন বলতে হয়। এবার দেখুন তো ভাল করে, 5 সেকেন্ডের মধ্যে এই ছবিটি থেকে একটি সাপ খুঁজে বের করতে পারেন কি না।
পারছেন না তাই তো? আসুন আপনাকে এবার কয়েকটা হিন্ট দিই। ছবির একটু বাঁ-দিক ঘেঁষে রয়েছে প্রাণীটি। কুণ্ডলী পাকিয়ে রয়েছে সে। তাই তার সারা দেহ চাক্ষুষ করা আপনার পক্ষে সম্ভব নয়। তার থেকেও বড় ধন্দের বিষয় হল, ওই সাপটি হলুদ রঙের। এবার দেখুন তো, পারেন কি না। আর তাতেও যদি না পারেন, তাহলে নীচের ছবিটি দেখে নিন।
এবার নিশ্চয়ই এত হলদে কলার মধ্যে থেকে সাপটি আপনি খুঁজে পেয়েছেন?