Viral Video: বয়সকে থোড়াই কেয়ার! নেটিজেনদের সুরের মূর্ছনায় ভাসালেন এই প্রবীণ ব্যক্তি

Elderly Man Singing Video: সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে একজন বয়স্ক ব্যক্তি মোহাম্মদ রফির গান গাইছেন। এক হাতে আইপ্যাড আর এক হাতে মাইক ধরে মহম্মদ রফির গান পুকারতা চালা হুঁ ম্যায় গাইছেন।

Viral Video: বয়সকে থোড়াই কেয়ার! নেটিজেনদের সুরের মূর্ছনায় ভাসালেন এই প্রবীণ ব্যক্তি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 1:11 PM

Latest Viral Video: শখ পূরণের কোনও বয়স হয় না। এমন অনেক মানুষ আছেন, যারা নিজের ইচ্ছেকে দমিয়ে রেখেছেন শুধুমাত্র বয়স হয়ে গিয়েছে এটা ভেবেই। আবার অনেকেই প্রাণবন্ত থেকে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পছন্দ করেন। কিন্তু বয়সটা কখনও শখ পূরণে বাঁধা হতে পারে না এমনটাই প্রমান করলেন এক বয়স্ক ব্য়ক্তি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিয়ো(Viral Video) ভাইরাল হয়েছে যেখানে একজন বয়স্ক ব্যক্তি (Old Man) মোহম্মদ রফির গান গাইছেন। এক হাতে আইপ্যাড আর এক হাতে মাইক ধরে মহম্মদ রফির গান পুকারতা চালা হুঁ ম্যায় গাইছেন। তার গানের কণ্ঠ এতই সুরেলা যে, আপনাকে ভিডিয়োটি অবশ্যই মুগ্ধ করবে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন বেশ বয়স্ক ব্যক্তি কোলে একটি আইপ্যাড রেখে তা ঘাঁটছেন। আর ব্য়াকগ্রাউন্ডে মহম্মদ রফির গান পুকারতা চালা হুঁ ম্যায়-এর মিউজ়িক বাজতে শুরু করল। সেই সঙ্গে তিনিও মাইকে গানটি গাইতে শুরু করলেন। আবার সেই সঙ্গে টিভির রিমোটও চালাচ্ছেন তিনি। এত কিছুর পরেও মাইকে গান গাওয়া থামছে না তাঁর। সে যেন অসম্ভব এক প্রতিভা যা আপনাকে অবাক করবে। বৃদ্ধ ব্যক্তির নাম সুরেশ নাম্বিয়ার। যিনি কেরালার বাসিন্দা। ডাক্তার হয়েও গান গাইতে খুব পছন্দ করেন।

সম্প্রতি টুইটার অ্যাকাউন্ট @sumrag-এ এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। শেয়ার করা ভিডিয়োর ক্য়াপশনে লেখা হয়েছে, “এই দাদুকে দেখুন। তিনি খুব কুল। আবার সেই সঙ্গে প্রযুক্তিবিদও বটে। একটি আইপ্যাড ব্যবহার করছেন, রিমোট চালাচ্ছেন,আবার গানও গাইছেন। উনি দীর্ঘজীবী হোক।” শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত ভিডিয়োটি 50 হাজারেরও বেশি ভিউ হয়েছে। আর 2 হাজারেরো বেশি মানুষ লাইক করেছে। অনেকে কমেন্ট করেছেন। একজন টুইটার ব্য়বহারকারী লিখেছেন, “জীবনকে এমনভাবেই উপভোগ করতে হয়।” কেউ আবার ওনার গানের প্রশংসা করে লিখেছেন, “জীবনকে পুরোপুরি উপভোগ করতে জানেন উনি। আমাদের প্রজন্ম তো শুধু ইঁদুর দৌড়ে লিপ্ত।”