Optical Illusion: এই ছবি থেকে ভুয়ো ডাক্তারকে খুঁজে বের করতে পারবেন? ভাল করে দেখুন…

Spot Fake Doctor: ছবিতে যে তিনজন আছেন, তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেই তিনজনই যে ডাক্তার, তা-ও নিশ্চয় বুঝতে পারছেন। কিন্তু এই তিনজনের মধ্যে সকলেই আসল ডাক্তার নয়। আপনাকে সেই আসল ডাক্তারকেই খুঁজে বের করতে হবে। ভাল করে দেখুন তো একবার। একজনের হাতেই স্টেথোস্কোপ রয়েছে। দ্বিতীয় জন সবুজ পোশাকে এবং তৃতীয় জন একটি কোট পরে রয়েছেন। এখন আপনাকে সাবধানে পর্যবেক্ষণ করতে হবে এবং বলতে হবে তিনজনের মধ্যে আসল ডাক্তার কে?

Optical Illusion: এই ছবি থেকে ভুয়ো ডাক্তারকে খুঁজে বের করতে পারবেন? ভাল করে দেখুন...
ভাল করে ছবিটা দেখুন।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 8:20 PM

দেখতে দেখতে উৎসবের মরশুমের আর একটা পর্বে এসে গিয়েছি আমরা। তবে কালীপুজোয় আমাদের সকলের পক্ষে তো আর বাইরে বেরোনো সম্ভব হয় না। কারও ভিড়ে বেরোতে ইচ্ছে করে না। কেউ আবার বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গেই ছুটি কাটানোর চেষ্টা করেন। তবে যে যাই করুন না কেন, ফাঁকা সময় তো একটু হলেও পাবেন নাকি! আর সেই সময়টায় আপনি যদি সৃজনশীল কিছু করতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই।

মাথায় রাখবেন, সময় কাটানোর জন্য সবথেকে ভাল বিষয় এখন অপটিক্যাল ইলিউশন। এখানে এমনই ছবি আপনার নজরে আসবে, যা আপনার চোখ, মাথা, মন সবই ভাল রাখবে। এই ধরনের ছবিগুলি শুধু যে আপনার মস্তিষ্ক সক্রিয় রাখবে এমনটা নয়। পাশাপাশিই আবার আপনার আইকিউ লেভেলও উন্নত করতে পারে। সেরকমই একটা ছবি ফের এসে গিয়েছে আপনাদের জন্য। তার যদি সমাধান করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার বুদ্ধিমত্তা এখনও উন্নত।

ছবিতে যে তিনজন আছেন, তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেই তিনজনই যে ডাক্তার, তা-ও নিশ্চয় বুঝতে পারছেন। কিন্তু এই তিনজনের মধ্যে সকলেই আসল ডাক্তার নয়। আপনাকে সেই আসল ডাক্তারকেই খুঁজে বের করতে হবে। ভাল করে দেখুন তো একবার।

এখানে একজনের হাতেই স্টেথোস্কোপ রয়েছে। দ্বিতীয় জন সবুজ পোশাকে এবং তৃতীয় জন একটি কোট পরে রয়েছেন। এখন আপনাকে সাবধানে পর্যবেক্ষণ করতে হবে এবং বলতে হবে তিনজনের মধ্যে আসল ডাক্তার কে? সামান্য পার্থক্য আছে। একট খুঁটিয়ে দেখলেই আপনি তা ধরতে পারবেন।

আশা করি, এতক্ষণে এই ছবি থেকে আপনি বুঝতে পেরেছেন তিনজনের মধ্যে আসল ডাক্তার কে! এদের মধ্যে একমাত্র তৃতীয় ব্যক্তি সত্যিকারের ডাক্তার নয়। ওই ব্যক্তির দাঁত দেখলেই বুঝতে পারবেন যে তিনি আসল ডাক্তার নন।