Optical Illusion: এত 58-র ভিড়ে লুকিয়ে রয়েছে আরও একটি নম্বর, চোখের সামনে থেকে খুঁজে বের করুন তো দেখি
Optical Illusion Today: অত্যন্ত জনপ্রিয় একটি সংখ্যার ছবি দিয়ে অপটিক্যাল ইলিউশন। সেরকমই একটা ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। এখানে আপনি কেবল একটা নম্বরই দেখতে পাচ্ছেন, তাই তো? কিন্তু সেই 58 নম্বরটির ভিড়ে আরও একটি নম্বর লুকিয়ে পড়েছে। বলুন তো, কত সেই নম্বর?
Latest Optical Illusion: আচ্ছা, বলুন তো সোশ্যাল মিডিয়ার জমানায় প্রতিদিন আপনার সঙ্গে প্রতারণা করে চলেছে কে? অবশ্যই সোশ্যাল মিডিয়া পোস্ট। কি, তাই তো? কিন্তু কোন সোশ্যাল মিডিয়া পোস্ট? দিগ্বিদিক না ভেবে আপনার সহজ উত্তর হওয়া উচিত অপটিক্যাল ইলিউশন। হ্যাঁ, একথা অস্বীকার করার উপায় নেই যে অপটিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধাগুলি মানুষের দৃষ্টিভঙ্গির সঙ্গে একপ্রকার খেলাই করে। তবে, আজ আপনার কাছে যা অপটিক্যাল ইলিউশন, তা বহু দিন আগে থেকেই চলে আসছে। আগেকার দিনে রাজারাও মানুষের বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ দক্ষতার পরীক্ষা করতে অপটিক্যাল ইলিউশনের সাহায্য নিতেন। এই ধরনের ছবির ধাঁধাগুলি নানাবিধ হতে পারে। তার মধ্যে অন্যতম এবং অত্যন্ত জনপ্রিয় একটি সংখ্যার ছবি দিয়ে অপটিক্যাল ইলিউশন। সেরকমই একটা ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। এখানে আপনি কেবল একটা নম্বরই দেখতে পাচ্ছেন, তাই তো? কিন্তু সেই 58 নম্বরটির ভিড়ে আরও একটি নম্বর লুকিয়ে পড়েছে। বলুন তো, কত সেই নম্বর?
ওই যে আগেই বললাম, অপটিক্যাল ইলিউশন মানেই তা আপনার চোখের সঙ্গে একপ্রকারের প্রতারণা। আপনার চোখের সামনেই রয়েছে, যা আপনি খুঁজছেন। কিন্তু তা-ও আপনি সেটি দেখতে পাচ্ছেন না। এই ছবির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ছবিটায় যতগুলি রো আছে, তার প্রত্যেকটাতেই আপনি কেবল 58 নম্বরটি দেখতে পাবেন। কিন্তু একটাই নম্বর রয়েছে, যা 58 নয়। তার ইঙ্গিতও আপনাকে দিয়ে রাখছি আমরা। 58-র সঙ্গে একটা সংখ্যায় মিল রয়েছে ওই নম্বরটিতে।
এবার বলুন তো, সেই নম্বরটা কত? হিন্ট তো পেয়ে গেলেন। তারপরেও বলতে পারবেন না? এই অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জটি তৈরি করেছে ফ্রেশারলাইভ। এখানে আপনি একটি সবুজ ব্যাকগ্রাউন্ডে কালো রঙে লেখা 58 নম্বরটি দেখতে পাবেন। ছবির সর্বত্রই রয়েছে ওই নম্বরটি। কিন্তু আরও একটা যে নম্বর এখানে রয়েছে, তা কারও নজরে আসছে না। এখন আপনি যদি সেই নম্বরটি খুঁজে পান, তাহলে বুঝতে হবে আপনার দৃষ্টিশক্তি প্রখর, আপনার পর্যবেক্ষণ দক্ষতাও তীব্র।
এখনও আপনি যদি নম্বরটি খুঁজে না পান, তাহলে নিচের ছবিটি ভাল করে দেখে নিন।