Optical Illusion: বৃদ্ধের তিন কন্যাও রয়েছেন তাঁর সঙ্গে এই ছবিতেই! 30 সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন?

Latest Optical Illusion: এই যে ছবিটা আপনি দেখছেন, এখানে নিশ্চয়ই এক বৃদ্ধকে দেখতে পাচ্ছেন। তবে বৃদ্ধের পাশাপাশিই এই ছবিতে রয়েছে, বৃদ্ধের তিন কন্যা। মাত্র 30 সেকেন্ডের মধ্যে এই ছবি থেকে আপনি বৃদ্ধের 3 কন্যাকে খুঁজে বের করতে পারবেন?

Optical Illusion: বৃদ্ধের তিন কন্যাও রয়েছেন তাঁর সঙ্গে এই ছবিতেই! 30 সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন?
কী খুঁজে পেলেন কিছু?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 11:30 PM

Three Daughters Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই তার সমাধান করাটা মজার। আট থেকে আশি সকলেই মজে থাকেন এই ছবিগুলিতে। অনেকে আবার আছেন, ছবির ধাঁধার সমাধান করাটা তাঁদের একপ্রকার নেশা। অনেকে আবার এই ছবিগুলির সঙ্গে খুব সিরিয়াসলি ডিল করেন। তার কিছু কারণও রয়েছে। এই ছবিগুলিকে শুধুই ছবি হিসেবে ভাবলে আপনি ভুল করবেন। আপনার মস্তিষ্কের সঙ্গে বিরাট খেলা করে এরা। আপনার ভাবনাচিন্তার প্রক্রিয়াকেও মজবুত করে। পাশাপাশি আপনার IQ লেভেলকেও বাড়াতে পারে এই ছবিগুলি। আজ আপনাদের জন্য আর একটি চমৎকার অপটিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছি আমরা। এই যে ছবিটা আপনি দেখছেন, এখানে নিশ্চয়ই এক বৃদ্ধকে দেখতে পাচ্ছেন। তবে বৃদ্ধের পাশাপাশিই এই ছবিতে রয়েছে, বৃদ্ধের তিন কন্যা। মাত্র 30 সেকেন্ডের মধ্যে এই ছবি থেকে আপনি বৃদ্ধের 3 কন্যাকে খুঁজে বের করতে পারবেন?

সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে এই ছবিটি। অনেকেই চ্যালেঞ্জটি অ্যাক্সেপ্ট করেছেন। কিন্তু তাঁরা দাবি করেছেন যে, ছবিটি থেকে ব্যক্তির তিন কন্যাকে খুঁজে বের করা খুবই কঠিন। অনেকে তো হাজার চেষ্টার পর না পেরে শেষে হাল ছেড়ে দিয়েছেন। তবে ছবিটা কিন্তু খুব একটা কঠিন নয়। তীক্ষ্ণ দৃষ্টি আর প্রখর বুদ্ধিমত্তায় আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই ছবি থেকে বৃদ্ধের তিন কন্যাকে খুঁজে পেয়ে যাবেন। চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করবেন।

মাঝে মাঝে কিছু ছবিতে যা দেখা যায় তা মনে হয় না। কিছু ছবিতে আবার যা দেখে মনে হয়, আদতে তা থাকে না। এই ছবিগুলিকেই তো অপটিক্যাল ইলিউশন বলা হয়। সেই জন্যই আমাদের ছবির দিকে ভাল করে মনোনিবেশ করতে হয়। তার থেকেও বড় কথা, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেই হল না। যে কোনও ধাঁধা নিয়ে আপনি যেভাবে ভাবেন, এই ছবিগুলি নিয়েও আপনাকে ঠিক সেই ভাবেই ভাবতে হয়।

এবার আসল বিষয়ে আসা যাক। সেটা হল এই ছবিটা। কী দেখছেন এই ছবিতে আপনি? মানে বৃদ্ধকে তো দেখছেনই। কিন্তু বৃদ্ধকে ছাড়া আর কাকে দেখছেন? আর কিছু দেখতে পাচ্ছেন না। ছবিটা সাদাকালো হতে পারে। কিন্তু শিল্পী এমনই ভাবে এই ছবিটা তৈরি করেছেন, যার মধ্যে অনেক কিছুই অন্তর্নিহিত রয়েছে। আসুন এবার আপনার কাজটা সহজ করে কয়েকটা হিন্ট দিই। ছবিটিতে ব্যক্তির বিভিন্ন খাঁজগুলি ভাল করে লক্ষ্য করুন। তাঁর জামার কলার থেকে শুরু করে, লম্বা নাক, এমনকি চুল পর্যন্ত খুঁটিয়ে পর্যবেক্ষণ করুন। তাহলেই ধরতে পারবেন, কোথায় রয়েছে ব্যক্তির তিন কন্যা। এখন খুঁজে না পেলে নীচের ছবিটি দেখুন।

Hidden Daughters Optical Illusion

এবার নিশ্চয়ই ওই ব্যক্তির তিন কন্যাকে দেখতে পেয়েছেন!