Optical Illusion: আপনার মনের বয়স কত, জানতে পারবেন এই ছবিতে প্রথমে কী দেখলেন তা থেকে
Optical Illusion To Know Mental Age: এক বৃদ্ধ (Old Man) মাথা নীচু করে ধ্যানে বসে রয়েছেন এবং এক যুবতী (A Girl) মাথা উঁচু করে বসে আছে। এদের মধ্যে আপনার নজরে কোনটা প্রথমে এল, তা আপনার মানসিক বয়স সম্পর্কে জানাবে।
Personality Test: অপটিক্যাল ইলিউশনে এমনই ছবি থাকে, যা আমাদের বাস্তব থেকে ভিন্ন ভাবে উপলব্ধি করায়। সেই কারণেই এগুলি ছবির থেকেও অনেক বেশি ছবির ধাঁধা। এগুলি তখনই ঘটে, যখন চোখ আমাদের মস্তিষ্কে এমনই তথ্য পাঠায় যা বাস্তব থেকে ভিন্ন কিছু বিশ্বাস করতে একপ্রকার বাধ্য করে। এই অপটিক্যাল ইলিউশন কখনও ফটোগ্রাফারের তোলা ছবি হতে পারে, কখনও আবার তা শিল্পীর অলঙ্করণও হতে পারে। আজও আমরা আপনাদের জন্য চমৎকার একটা অপটিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছি। এই ছবিতে দুটি উপাদান রয়েছে। যে শিল্পী এই ছবি তৈরি করেছেন, তাঁর দাবি এখানে আপনি প্রথমে যা দেখবেন তাই আপনার মনের বয়স সম্পর্কে জানাবে।
কী দেখতে পেলেন ছবিতে প্রথমে? যে দুটি উপাদান এখানে রয়েছে, তার মধ্যে প্রথমটি হল এক বৃদ্ধ (Old Man) মাথা নীচু করে ধ্যানে বসে রয়েছেন। আর দ্বিতীয়টি হল, এক যুবতী (A Girl) মাথা উঁচু করে বসে আছে। এদের মধ্যে আপনার নজরে কোনটা প্রথমে এল, তা আপনার মানসিক বয়স সম্পর্কে জানাবে।
বয়স্ক ব্যক্তি
এই ছবিতে প্রথমে আপনি যদি একজন বয়স্ক মানুষকে মাথা নত করে থাকতে দেখেন, তাহলে আপনার চিন্তাভাবনা খুবই পরিপক্ক। আপনি জীবনে এতটাই অভিজ্ঞতা সম্পন্ন যে, জীবনের উত্থান-পতন কখনও গায়ে মাখেন না। এবং তার ফলে আপনি নিজেকে দিনে দিনে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে তুলে ধরতে পেরেছেন। আপনার এই স্বভাব আপনাকে আরও নম্র এবং শান্ত করে তুলেছে।
যুবতী মেয়ে
যদি ছবিতে একটি যুবতী মেয়েকে দেখেন, তাহলে আপনার মনটা বাচ্চাদের মতো। আপনার মধ্যে অত্যন্ত কৌতূহলের সঙ্গে বিশ্বকে দেখার প্রবণতা রয়েছে। তার থেকেও বড় কথা, আপনার মধ্যে যে শিশু লুকিয়ে রয়েছে, আপনি সযত্নে তাকে লালনপালন করে চলেছেন।