Viral Video: পুজোর বর্জ্য বস্তায় ভরে সমুদ্রে ফেলে পালাচ্ছে মানুষজন, ধিক্কার জানাল নেটিজেনরা
Latest Viral Video: 21 নভেম্বর শেয়ার করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 2 লাখেরও বেশি ভিউ পেয়েছে। আনন্দ মাহিন্দ্রার আগে এই ভিডিয়োটি শেয়ার করা ব্যবহারকারীর মতে, এই দৃশ্যটি মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়ার। নাগরিকদের এমন করতে দেখে শুধু আনন্দ মাহিন্দ্রা নয়, নেটিজ়েনরাও ক্ষুব্ধ।
প্রতিটি নাগরিকের দায়িত্ব রাস্তাঘাট, জলাশয় ও এলাকা পরিষ্কার রাখা। এই কথাগুলোর অস্তিত্ব বোধ হয় শুধু খাতায় কলমে রয়ে গিয়েছে। কারণ বাস্তবে বেশিরভাগ মানুষই এমন কিছু কাজ করে, যা দেখে হতবাক হওয়া ছাড়া আর কোনও উপায়ই থাকে না। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে কিছু লোককে ট্যাক্সিতে করে প্রচুর পরিমাণে আবর্জনা নিয়ে এসে সমুদ্রে ফেলা হচ্ছে। তারা আবর্জনা ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেখানে উপস্থিত এক ব্যক্তি এই পুরো ব্যাপারটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই পোস্টটিকেই শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা।
ভাইরাল ক্লিপটি শেয়ার করেছেন (@anandmahindra) X-এ। মুম্বাই পুলিশ ও মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন- “এটা দেখে দুঃখ হচ্ছে। পরিকাঠামো যতই ভাল হোক না কেন। কিছু মানুষের অভ্যাসের কোনও পরিবর্তন হবে না।” 58 সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিছু লোক ট্যাক্সিতে করে আবর্জনা নিয়ে আসছে। তারপর তারা সমুদ্রের তীরে গাড়ি পার্ক করে। তারপরে খুব দ্রুত ব্যাগে ভর্তি শুকনো ফুল এবং পুজোর পরে রেখে যাওয়া অন্যান্য জিনিস নদীতে ফেলে সেখান থেকে চলে যায়।
It hurts just to see this. No amount of improvement in physical infrastructure can improve the city’s quality of life if the civic attitude isn’t transformed. @IqbalSinghChah2 @MumbaiPolice https://t.co/Efh0ssHQ3f
— anand mahindra (@anandmahindra) November 21, 2023
21 নভেম্বর শেয়ার করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 2 লাখেরও বেশি ভিউ পেয়েছে। আনন্দ মাহিন্দ্রার আগে এই ভিডিয়োটি শেয়ার করা ব্যবহারকারীর মতে, এই দৃশ্যটি মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়ার। নাগরিকদের এমন করতে দেখে শুধু আনন্দ মাহিন্দ্রা নয়, নেটিজ়েনরাও ক্ষুব্ধ। ভিডিয়োটি দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। তারাও জানে যে, তারা ভুল কাজ করছে। তাই সেখান থেকে চলে যায়।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”