Viral Video: প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীকে এই ‘অদ্ভুত’ উপহার দিল স্ত্রী, কারণ খুঁজে পাচ্ছে না কেউ

Latest Viral Photo: সোশ্যাল মিডিয়ায় এমন এক ছবি ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। প্রথম বিবাহ বার্ষিকীতে এক মহিলা তার স্বামীকে এমন একটি উপহার দিয়েছেন, যা দেখে হাসি থামেনি অধিকাংশ নেটিজেনের। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, কী এমন উপহার দিয়েছে, যার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Viral Video: প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীকে এই 'অদ্ভুত' উপহার দিল স্ত্রী, কারণ খুঁজে পাচ্ছে না কেউ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 8:28 PM

প্রথম বিবাহবার্ষিকী মানেই দিনটিকে বিভিন্ন রকম উপহার আর উদযাপনের মাধ্যমে বিশেষ করে তোলা। স্বামী-স্ত্রী একে অপরকে উপহার দেয়। তারপরে কোথায় ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া এভাবে কেটে যায় একটা দিন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন এক ছবি ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। প্রথম বিবাহ বার্ষিকীতে এক মহিলা তার স্বামীকে এমন একটি উপহার দিয়েছেন, যা দেখে হাসি থামেনি অধিকাংশ নেটিজেনের। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, কী এমন উপহার দিয়েছে, যার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলা প্রথম বিবাহবার্ষিকীতে তার স্বামীকে গাড়ির টায়ার উপহার দিয়েছেন। সেই সঙ্গে আবার তা সাজানোর জন্য কতগুলি বেলুনও লাগানো রয়েছে। আর সেই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা, একজন মহিলা তার বিবাহের প্রথম বার্ষিকীতে তার স্বামীকে এক সেট টায়ার উপহার দিয়েছিলেন, যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই অনেক ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ছবি বা ভিডিয়ো থাকে, যা নেটিজেনদের নজর কাড়তে বাধ্য। এটি তেমনই একটি ছবি। কিন্তু হঠাৎ এমন উপহার কেন দিলেন, তার কারণ জানা যায়নি।

20 নভেম্বর @LifeSaudiArabia হ্যান্ডেল সহ মাইক্রোব্লগিং সাইট X-এ ছবিটি পোস্ট করা হয়েছিল। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “বিয়ের প্রথম বার্ষিকীতে স্বামীর জন্য স্ত্রীর উপহার।” এই পোস্টটি এখনও পর্যন্ত 13.5 হাজার ভিউ এবং প্রায় 150 লাইক পেয়েছে। পোস্টটিতে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “কেন হঠাৎ এমন উপহার দিয়েছেন, তার কারণ জানা গেলে ভাল লাগত।”