Viral Video: সকালে চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট চাইই চাই! কারখানার ভিডিয়ো দেখলে কী করবেন?
Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় টোস্ট বিস্কুট কারখানার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়ো দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। অনেকেরই এমনটা মনে হয়েছে, একেবারেই অপরিচ্ছন্ন জায়গায় তৈরি করা হচ্ছে টোস্ট বিস্কুট। কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োয়?
সকাল-সন্ধ্যা চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট খেতে পছন্দ করেন বহু মানুষ। কিন্তু কীভাবে এই টোস্ট বিস্কুট তৈরি হয়, তা জানেন? দেখতে যতটাই সাধারণ, বানানোর পদ্ধতি ততটাই কঠিন। এই বিস্কুট বানানোর আগে প্রস্তুতি চলে টানা 12 ঘন্টা। তারপরে অবশেষে তৈরি হয় আপনার পছন্দের টোস্ট বিস্কুট। তবে কতটা পরিষ্কার জায়গায় তৈরি করা হয়, তা আপনি নিজেই দেখে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় টোস্ট বিস্কুট কারখানার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়ো দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। অনেকেরই এমনটা মনে হয়েছে, একেবারেই অপরিচ্ছন্ন জায়গায় তৈরি করা হচ্ছে টোস্ট বিস্কুট। কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োয়?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিন-চারজন শ্রমিক টোস্ট বিস্কুট তৈরি করছেন। তার জন্য একটি বড় পাত্রে ময়দা মেশাতে শুরু করেন। তারপরে একে একে তাতে বিভিন্ন উপকরণ দিয়ে দেওয়া হয়। বেকিং প্রক্রিয়াও এই ভিডিয়োতে দেখানো হয়েছে। আর বলা হয়েছে এই বিস্কুট তৈরি করতে সময় লাগে বারো ঘন্টারও বেশি। মোট তিন থেকে চারবার বেক করা হয়। তারপরে করা হয় প্যাকিং।
If this is true, I dread having a toast again! 🙄 #Food #hygiene pic.twitter.com/VXP9dkFp8A
— Ananth Rupanagudi (@Ananth_IRAS) November 20, 2023
ভাইরাল ভিডিয়োটি X-এ শেয়ার করেছেন (@Ananth_IRAS) নামে এক অফিসার। ভিডিয়োটি শেয়ার করার পাশাপাশি তিনি লিখেছেন, “এটা সত্যি হলে আমি এবার থেকে টোস্ট বিস্কুট খেতে ভয় পাব।” 35 সেকেন্ডের এই ভিডিয়োটিতে প্রচুর মানুষ লাইক আর কমেন্ট করেছেন। এক ব্যক্তি লিখেছেন,”যে কোনও কারখানাতেই খাবার এভাবে তৈরি করা হয়। সবই যদি খারাপ মনে হয়, তাহলে তো খাবার খাওয়াই ছেড়ে দিতে হবে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,”ভাবাই যাচ্ছে না এমন একটা অপরিষ্কার জায়গায় টোস্ট বিস্কুট তৈরি করা হয়।”