Viral Video: দড়ির উপর বসে, শুয়ে আর লাফিয়ে স্টান্ট দেখালেন এই যুবতী, নজর সরছে না কারোর
Latest Viral Video: 22 নভেম্বর শেয়ার করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 6 লাখেরও বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীরা অনেক কমেন্ট করছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, "এভাবে ব্যালেন্স করা মোটেই সহজ কাজ নয়।" আরও একজন বলেছেন, "আমি এর আগে এমনভাবে স্টান্ট করতে কখনও দেখিনি। কী অসম্ভব সুন্দর।"
প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। এমনকি স্টান্টের ভিডিয়োয় ভরপুর গোটা সোশ্যাল মিডিয়া। তবে এবার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ক্লিপে, একটি মেয়েকে স্টান্ট করতে দেখা যাচ্ছে। সবচেয়ে বিশেষ বিষয় হল তিনি এই কাজটি করেছেন একটি দড়ির উপর। রাস্তার ধারেও অনেককে দড়ির উপর স্টান্ট করতে দেখা যায়। মাথায় কলশি নিয়ে খুব সহজেই হেঁটে যান দড়ির উপর থেকে। কিন্তু এই যুবতী যেভাবে স্টান্ট করছেন, তা হয়তো আপনি আগে খুব কমই দেখেছেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যবুতী একটি মাত্র দড়ির উপর ভর করে স্টান্ট করছে। নিমেষে হাওয়ায় জাম্প করে আবারও দড়ির উপর এসেই ব্যালেন্স করে নিচ্ছেন মুহূর্তের মধ্যে। কখনও বসে পড়ছেন, আবার কখনও উঠে দাঁড়িয়ে পড়ছেন দড়ির মধ্যেই। আর এই ভিডিয়ো পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ক্লিপটি (@TheFigen_) নামের একটি অ্যাকাউন্ট থেকে X এ পোস্ট করা হয়েছে। মাত্র 33 সেকেন্ডের ভিডিয়োটিতে এখনও পর্যন্ত প্রচুর লাইক আর কমেন্ট এসেছে। মেয়েটির স্টান্ট দেখে আপনিও চোখ সরিয়ে নিতে পারবেন না।
She is incredible!pic.twitter.com/OMS9lfv7J7
— Figen (@TheFigen_) November 21, 2023
22 নভেম্বর শেয়ার করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 6 লাখেরও বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীরা অনেক কমেন্ট করছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এভাবে ব্যালেন্স করা মোটেই সহজ কাজ নয়।” আরও একজন বলেছেন, “আমি এর আগে এমনভাবে স্টান্ট করতে কখনও দেখিনি। কী অসম্ভব সুন্দর।”