Viral Video: ছোট্ট মেয়েটাকে ‘ভুলিয়ে’ তার হাতের ললিলপ নিয়ে পালাল কিউট কুকুরছানা, ভাইরাল ভিডিয়োর এখন ২ মিলিয়ন ভিউ

Puppy Steals Candy From Little Girl: একটা কিউট ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ছোট্ট একটি মেয়েকে অন্যমনস্ক করে দিয়ে তার হাতের ললিলপ নিয়ে পালিয়ে গেল একটি কুকুরছানা। ভিডিয়োটা একবার দেখুন।

Viral Video: ছোট্ট মেয়েটাকে 'ভুলিয়ে' তার হাতের ললিলপ নিয়ে পালাল কিউট কুকুরছানা, ভাইরাল ভিডিয়োর এখন ২ মিলিয়ন ভিউ
কী কিউট! ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2022 | 1:36 PM

ছোট্ট বাচ্চা একটা মেয়ে (Little Girl) আর একটা ছোট্ট কুকুরছানা (Puppy) – দুজনের ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার একটা বিশেষ কারণও রয়েছে। এতটাই কিউট সেই ভিডিয়ো (Viral Video) যে মিস করলেই বড়সড় কিছু একটা মিস করে যাবেন। ঠিক কী রয়েছে সেখানে? দেখা গেল, ছোট্ট মেয়েটিকে অন্যমনস্ক করার চেষ্টা করছে ওই কুকুরছানাটি। আর তারপর তারই ক্যান্ডি চুরি করে সে নিয়ে যায়। ব্যস! আর কে দেখে। ছোট্ট মেয়েটা তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। ইনস্টাগ্রামে পিউবিটি নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রায় ২ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর।

View this post on Instagram

A post shared by Pubity (@pubity)

সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়োটায় দেখা গিয়েছে, সাইডওয়াকে একটি বাচ্চা মেয়ে ও আর একটি কুকুরছানা দুজনে যেন খেলার ছলে রয়েছে। ছোট্ট মেয়েটি যখন রাস্তায় হাঁটে, তখন তার হাতে দেখা যায় একটি ললিপপ। পরনে তার একটি গোলাপি টি-শার্ট আর একটি আকাশি রঙের ছোট্ট প্যান্ট। আর সেই মিশকালো কুকুরছানাটিও কম সুন্দর নয়। তার থেকেও বেশি সেই কুকুরছানার চাতুর্যে হার মানতে পারে মানুষও।

এর পরেই শুরু হয়ে যায় দুজনের মধ্যে খুনসুটি। মেয়েটির হাতে ওই ললিপপ দেখে তাকে একপ্রকার ধাওয়া করতে থাকে কুকুরছানাটি। অনেক খেলা করে আর অনেক ছলচাতুরির আশ্রয় নিয়ে মেয়েটিকে অন্যমনস্ক করারও মরিয়া চেষ্টা করে যায় ওই মিষ্টি কুকুরশাবক। শেষমেশ মেয়েটি যেই একটু অন্যমনস্ক হয় সঙ্গে-সঙ্গে তার হাতের ললিপপটি পড়ে যায় এবং তাও এবার কুকুরের গায়েই। আর তার গায়ে সেটা পড়তেই কুকুরটি নিয়ে যায় ওই ললিপপটি। তাতে মেয়েটি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দেয়।

খুব ভাইরাল হয়েছে ভিডিয়ো। যেমনটা আমরা আগেই বললাম, ভিডিয়োর ভিউ প্রায় ২ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। লাইকও করেছেন বহু মানুষ। ইনস্টাগ্রামের পিউবিটি পেজ থেকে এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ব্যাকগ্রাউন্ডে কুকুরছানাটি ক্যান্ডি নিয়ে পালিয়ে গেল।”

কমেন্টে কেউ লিখলেন, “যখন আপনার কুকুরছানা আপনার কথা শুনতে চায় না।” আর একজন যোগ করলেন, “পাঁচ সেকেন্ডের জন্য এই বাচ্চাটির যন্ত্রণা খুব ভাল করে বোঝা যায়।” আর একজনের উত্তর, “জীবনের বড় শিক্ষা: কাউকে কখনও বিশ্বাস কর না।”