Viral Video: গেটের মধ্যে দিয়ে গলেই স্কুলছুট ছাত্রী!

ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এই ভিডিয়ো নিয়ে নানা ধরনের মন্তব্য আসা শুরু হয়েছে। অনেকেই মনে করেছে এই ভিডিয়োটা অত্যন্ত মজার। অনেকেই তাঁদের ছোটবেলার কথা জানিয়েছে।

Viral Video: গেটের মধ্যে দিয়ে গলেই স্কুলছুট ছাত্রী!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2021 | 4:35 PM

আমরা যখন ছোট ছিলাম তখন কতটা স্বেচ্ছায় আমরা স্কুল ফাঁকি দিতে চেয়েছি? আমাদের মধ্যে কেউ কেউ হয়তো স্কুল থেকে পালানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছি। কেউ কেউ অসুস্থ হওয়ার ভান করেছি, আবার কেউ কেউ ক্লাস থেকে পালানোর জন্য ছাদে ওঠারও চেষ্টা করেছি। অনেক সময় আমরা শিক্ষকদের হাতে ধরা পড়ি। কিন্তু কিছু স্মার্ট মানুষ স্কুল থেকে পালাতে সক্ষম হয়।

এরকমই একটা স্কুল থেকে পালিয়ে যাওয়ার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিয়োটি রীতিমতো মজার এবং অনেককেই হয়তো নস্ট্যালজিক করে দিতে পারে। ভাইরাল হওয়া ভিডিয়োতে একটি মেয়েকে স্কুল থেকে পালানোর চেষ্টা করতে দেখা যায়। তাকে লোহার গেটের মাঝখান থেকে পালিয়ে যেতে দেখা যায়। তারপর সে তার বন্ধুর সঙ্গে বেড়াতে যেতেও দেখা যায় এই ভিডিয়োতে।

ভিডিয়োটি দেখে নিন:

ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা একটি মেয়ে লোহার গেট দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। মনে হচ্ছে সে স্কুলের গেটটির মধ্যে দিয়ে গলার চেষ্টা করছে। এই কারণেই সে এই ধরনের ভঙ্গি করেছে। সে এত পাতলা এবং ফিট যে কয়েক সেকেন্ডের মধ্যে সে সহজেই গেট থেকে বেরিয়ে এল। এ সময় তার বন্ধুরাও তার সঙ্গে উপস্থিত ছিল। এই পুরো সময়টার একটা ভিডিয়ো বানিয়ে কেউ একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এখন মানুষ এই ভিডিয়োটি ব্যাপকভাবে ভাইরাল করছে। নেহা কক্করের ‘আ লে চালে তুমহে তারন কে শেহার আমার’ গানটিও এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে শোনা যায়।

ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এই ভিডিয়ো নিয়ে নানা ধরনের মন্তব্য আসা শুরু হয়েছে। অনেকেই মনে করেছে এই ভিডিয়োটা অত্যন্ত মজার। অনেকেই তাঁদের ছোটবেলার কথা জানিয়েছে। বলেছে যে তাঁরা ছোটবেলায় এই ধরনের অনেক চেষ্টাই করেছেন। তবে, সেক্ষেত্রে অনেকেই যে অসফল থেকেছেন তাও জানাতে কুন্ঠিত হন নি।

আরও পড়ুন: কেক কাটার পর উপহার পেয়ে অসম্ভব বেশি খুশি হল ছেলে!