Viral Video: রুটি করতে গিয়ে শূন্যে ছুড়ে দিলেন, ঘোরালেন সুদর্শন চক্রের মতো, কায়দা দেখে সকলে কুপোকাত!
Viral Video Today: পথের ধারের একটি খাবারের দোকানের রাঁধুনিকে দেখা গেল শূন্যে ছুড়ে রুটি তৈরি করতে। আর সে দোকানে ভিড় করেছেন বহু মানুষ, শুধু ওই রাঁধুনির (Cook) কায়দা দেখতে।
Latest Viral Video: সোশ্যাল মিডিয়া মানে যেন আলাদা একটা দুনিয়া। এক অবাক পৃথিবী। সে দুনিয়ায় বীরভূমের এক প্রত্যন্ত গ্রামের বাদাম বিক্রেতার গানে নাচেন বাইডেনের দেশের এক মানুষ। বিভিন্ন সময় নেটদুনিয়ার নানাবিধ ঘটনা আমাদের হতবাক করে দেয়। সেরকমই এক ঘটনায় নেটপাড়ার লোকজন ফের অবাক হয়েছেন। হাঁ হয়ে দেখেছেন সেই ভিডিয়ো। পথের ধারের একটি খাবারের দোকানের রাঁধুনিকে দেখা গেল শূন্যে ছুড়ে রুটি তৈরি করতে। আর সে দোকানে ভিড় করেছেন বহু মানুষ, শুধু ওই রাঁধুনির (Cook) কায়দা দেখতে। তাঁদের মধ্যে যে কতজন ওই রুটি (Roti) খাবে, তা সত্যিই লাখ টাকার প্রশ্ন। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। যদিও এই ভিডিয়ো ভারতের নয়, কোন দেশের তা-ও জানা যায়নি।
মাত্র 18 সেকেন্ডের ভিডিয়ো। আর এই 18 সেকেন্ডের মধ্যে আপনি যদি সামান্য অংশটুকুও মিস করেন, তাহলে বড় মিস! ভিডিয়োর পরতে পরতে দেখা গিয়েছে, তাঁর লাজবাব স্কিল। দেখা গেল, রুটিটা হাতে করে পাকাতে-পাকাতে হঠাৎ করেই তিনি তা শূন্যে ছুড়ে দিলেন। অনেকটাই দূরে ছুড়েছিলেন, মানে যতটা দূরে আপনি ভাবছেন তার থেকেও বেশি দূরে। সেই রুটি আবার ফিরল তাঁরই হাতে।
Wow skills pic.twitter.com/iNaVXTrqST
— CCTV IDIOTS (@cctvidiots) April 26, 2023
এখানেই শেষ নয় তাঁর রুটি নিয়ে কারিকুরি। শূন্য থেকে রুটি যেই তাঁর হাতে ফিরল, তিনি সঙ্গে সঙ্গে সেটিকে নিয়ে আর এক কাণ্ড বাঁধালেন। নারায়ণ যে ভাবে তাঁর সুদর্শন চক্র ঘোরাতেন, সে ভাবেই রুটিটাকেও ঘোরালেন এই ব্যক্তি। সত্যিই এ যেন অবাক হওয়ার মতোই। 18 সেকেন্ড ধরে একটা মানুষ যে রুটি নিয়ে কত কিছু করতে পারেন, তা দেখিয়ে দিল এই ভিডিয়ো।
টুইটারে CCTV IDIOTS নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। গত 26 এপ্রিল শেয়ার হওয়ার পর থেকে ভিডিয়োর ভিউ এর মধ্যেই 50 লাখ ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ এই ব্যক্তির অনবদ্য স্কিল দেখে মুগ্ধ হয়েছেন। তাঁরা তাঁর খুবই প্রশংসা করেছেন।