Viral Video: পাখি কিনে একটার পর একটা উড়িয়ে দিলেন, বড় মনের মানুষটাকে ‘কিংবদন্তি’ বলছেন সকলে
Viral Video Today: নেটপাড়ার লোকজন তো এই মানুষটাকে এক্কেবারে মন দিয়ে ফেলেছেন! বলছেন, ইনি একজন কিংবদন্তি। খাঁচায় (Cage) বন্দি পাখিদের স্বাধীনতার স্বাদ দিয়েছেন সেই ব্যক্তি, ইন্টারনেটের কিংবদন্তি তো হবেনই। তাঁর সেই ভিডিয়ো এখন খুব ভাইরাল হয়েছে।
Latest Viral Video: দয়ালু মানুষজন এই পৃথিবীর জন্য সত্যিই আশীর্বাদ। দুঃখে-কষ্টে থাকা বহু মানুষের পাশে তাঁরা দাঁড়াতে পারেন। গাছ-গাছালি, পশু-পাখিদের জন্য মসীহা হতে পারেন তাঁরা। ইন্টারনেট আমাদের এমন বহু মানুষের সঙ্গে পরিচয় করিয়েছে। সেরকমই একটা লোক পাখি কিনতে গিয়েছিলেন। পাখির দোকানের সামনে তিনি গাড়িটা নিয়ে দাঁড়ালেন। বেশ কয়েকটা পাখি (Birds) কিনলেন। আর সেগুলির সবই একটা-একটা করে উড়িয়ে দিলেন। নেটপাড়ার লোকজন তো এই মানুষটাকে এক্কেবারে মন দিয়ে ফেলেছেন! বলছেন, ইনি একজন কিংবদন্তি। খাঁচায় (Cage) বন্দি পাখিদের স্বাধীনতার স্বাদ দিয়েছেন সেই ব্যক্তি, ইন্টারনেটের কিংবদন্তি তো হবেনই। তাঁর সেই ভিডিয়ো এখন খুব ভাইরাল হয়েছে।
টুইটারে B&S নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ছোট্ট ভিডিয়োতে দেখা গেল, এক ব্যক্তি খাঁচায় কয়েকটা পাখি নিয়ে রাস্তায় বিক্রি করছেন। সেখানেই একটি গাড়ি এসে থামে। আর সেই গাড়ির যিনি চালক অর্থাৎ মালিক, তিনি ও পাখি বিক্রেতার হাতে কিছু টাকা ধরিয়ে দিলেন। কিনে নিলেন খাঁচার সব পাখি।
This man is buying birds just to set them free pic.twitter.com/cuHUyMwyE0
— B&S (@_B___S) April 25, 2023
পাখি বিক্রেতা তো অবাক! এ আবার কেমন ক্রেতা। খাঁচা আনেননি। তাহলে কীভাবে পাখিগুলিকে নিয়ে যাবেন? ওই গাড়িচালক পাখিগুলিকে নিলেন ঠিকই। কিন্তু এক-এক করে নিলেন। আর সেটাই ছিল তাঁর খাঁচাবন্দি পাখিগুলিকে স্বাধীনতার স্বাদ দেওয়ার কৌশল। করলেনও তাই। তিনি পাখিগুলিকে এক এক করে নিয়ে সেগুলিকে উড়িয়ে দিলেন। সত্যিই যেন মন ভোলানের মতো একটা দৃশ্য।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এই মানুষটি পাখিগুলিকে কিনলেনই তাঁদের উড়িয়ে দেওয়ার জন্য।” গত 26 এপ্রিল ভিডিয়োটি টুইটারে শএয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 80 লাখ ছাপিয়ে গিয়েছে। নেটপাড়ার লোকজন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখছেন, “ঈশ্বর তাঁর মঙ্গল করুন।” আর একজন যোগ করলেন, “ইনি সত্যিই একজন বস!” তৃতীয় জনের বক্তব্য, “কিংবদন্তি”। চতুর্থ জন যোগ করলেন, “মানবতার প্রতি বিশ্বাস ফিরিয়ে দিলেন এই মানুষটা।”