ইন্সটাগ্রাম লাইভের মাঝেই সাপের ছোবল! অল্পের জন্য বেঁচে গেলেন জু-কিপার

জানা গিয়েছে, জে ব্রেওয়ার ক্যালিফোর্নিয়ার একটি রেপটাইল জু অর্থাৎ সরীসৃপদের চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা। সেখানেই এই ভিডিয়ো তোলা হয়েছে।

ইন্সটাগ্রাম লাইভের মাঝেই সাপের ছোবল! অল্পের জন্য বেঁচে গেলেন জু-কিপার
ভাইরাল ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা।
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 8:53 AM

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই এমন কিছু ভয়ঙ্কর মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয় যা দেখে শিউরে ওঠেন সকলে। সম্প্রতি ঠিক এমনটাই হয়েছে। সুবিশাল এক সাপের ছোবল খাওয়ার থেকে কোনওমতে বেঁচে গিয়েছেন এক ব্যক্তি।

ইনস্টাগ্রামে এখন ঘুরছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, একটি পাইথন নিয়ে বিভিন্ন তথ্য দিচ্ছেন জু-কিপার জে ব্রেওয়ার। আচমকাই তাঁকে ছোবল মারতে উদ্যত হয় সাপটি। মাইক্রো সেকেন্ডের জন্য বেঁচে গিয়েছেন জে। একদম সঠিক সময়ে মাথা সরিয়ে নেন তিনি। জানা গিয়েছে, জে ব্রেওয়ার ক্যালিফোর্নিয়ার একটি রেপটাইল জু অর্থাৎ সরীসৃপদের চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা। সেখানেই এই ভিডিয়ো তোলা হয়েছে।

আরও পড়ুন- বিয়ের ফটোশুটে সিংহ শাবক! ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ, প্রবল সমালোচনার মুখে পাকিস্তানের দম্পতি

ভিডিয়োতে দেখা গিয়েছে, পাইথনের আক্রমণের মুখে পড়েও দিব্যি সহজ-স্বাভাবিক-সাবলীল রয়েছেন জে। ভয় পাওয়া তো অনেক দূরের কথা। বরং ওরকম ভয়ানক একটা ঘটনার পর হাসিমুখে তাঁকে বলতে শোনা গিয়েছে, “দেখেছ ও কত স্মার্ট। যেই মুহূর্তে চোখ সরিয়েছি, ওমনি আক্রমণ করেছে। ও জানত আমি ওর দিক থেকে চোখ সরিয়েছি। লাফিয়ে সরে যাওয়ার জন্য আমি প্রস্তুত নই।” ইনস্টাগ্রামে লাইভ করছিলেন জে। সেই সময়েই ঘটে এই মারাত্মক ঘটনা। তবে এ যাত্রায় কোনওমতে বেঁচে গিয়েছেন জে। ভাগ্য সহায় ছিল কিংবা সাপের ছোবল থেকে মাথা সরিয়ে নেওয়ার স্কিল— কারণ যাই হোক না কেন, এ যাত্রায় একদম অল্পের জন্য বেঁচে গিয়েছেন ক্যালিফোর্নিয়ার জু-কিপার।

তবে গোটা ঘটনার পর জে ব্রেওয়ার যতই স্বাভাবিক থাকুন না কেন, এই ভিডিয়ো দেখার পর আঁতকে উঠেছেন নেটাগরিকরা। উনিশ-বিশ হলেই কী সাংঘাতিক বিপদ হতে পারত তাই ভেবেই শিউরে উঠেছেন সকলে। নেটিজ়েনরা বলছেন, আরও সতর্ক থাকা উচিত ছিল জে- এর। মুহূর্তের অসতর্কতায় কী মারাত্মক কাণ্ড ঘটে যেতে পারত, সেটা বোধহয় আন্দাজও করতে পারেননি তিনি।