Viral Video: বিশালাকার ইঁদুরকে গিলতে গিয়ে মৃত্যু হল সাপের, ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হল মুহূর্তে

Viral Video Today: ইঁদুরটি ওই সাপের মুখের থেকেও এতটা বড় যে তা গ্রাস করতে গিয়ে রীতিমতো গোত্তা খেতে হচ্ছে তাকে। কিন্তু তারপরেও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাল করে যদি ভিডিয়োটা দেখেন একবার, তাহলে বুঝবেন পেটের জ্বালা কতটা ভয়ঙ্কর হতে পারে।

Viral Video: বিশালাকার ইঁদুরকে গিলতে গিয়ে মৃত্যু হল সাপের, ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হল মুহূর্তে
ইঁদুর গিলতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল সাপ!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 8:15 PM

Latest Viral Video: বাস্তুতন্ত্রে ভারসাম্য তৈরি করতে প্রকৃতি খাদ্য শৃঙ্খলের উপর নির্ভরশীল। আর সেই প্রকৃতির মূল নিয়ম হল, শিকারী তার শিকারকে শিকার করে এবং খেয়ে ফেলে। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে একটি বিরাট ইঁদুরকে গ্রাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইঁদুরটি ওই সাপের মুখের থেকেও এতটা বড় যে তা গ্রাস করতে গিয়ে রীতিমতো গোত্তা খেতে হচ্ছে তাকে। কিন্তু তারপরেও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাল করে যদি ভিডিয়োটা দেখেন একবার, তাহলে বুঝবেন পেটের জ্বালা কতটা ভয়ঙ্কর হতে পারে।

ক্রিপি এন ক্রালি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানেই সাপটিকে ওই বড় ইঁদুরটিকে গিলে ফেলতে দেখা যায়। ইঁদুর আক্রমণ করে তা গিলে ফেলার চেষ্টা যে ওই সাপের জন্য একটা বড় ভুল বলে প্রমাণিত হয়েছিল, তা সে নিজেও ভালই অনুধাবন করতে পারছিল। কারণ, ইঁদুরটি আকারে এতটাই বড় যে তাকে গিলে ফেলার চেষ্টায় শেষে ‘না গিলতে, না ফেলতে’ পারার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সাপের জন্য।

পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে, সাপের শরীরের একটা অংশ থেকেও এক সময় ইঁদুরটিকে বেরিয়ে আসতে দেখা যায়। ভিডিয়োর ক্যাপশনে ওই সাপের নিদারুণ পরিণতির কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘সাপটি মারা গিয়েছে।’সেখানে বলা হয়েছে, ‘এই ইঁদুরটি স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, সাপটিকে তাকে গিলতে না দিয়ে তারই ভিতর থেকে বেরিয়ে আসার প্রবল চেষ্টা চালাবে। কিন্তু সাপটিও যে ছোট হলেও ভয়ঙ্কর ছিল, তা সে বুঝতে পারেনি। দুজনেই শেষ পর্যন্ত মারা যায়।

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ইনস্টাগ্রামে 7 লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। ভিডিয়োর কমেন্ট সেকশনে অনেকেই মন্তব্য করেছেন। একজন বললেন, ‘মৃত্যুর সবথেকে খারাপ উপায় হল যখন আপনি জেনে যান, আপনার শ্বাসরোধ করা হচ্ছে।’ আর একজন যোগ করলেন, ‘ভিডিয়োটা দেখে কিছুই বুঝতে পারলাম না। কে যে আসলে কার সঙ্গে লড়াই করছে, দেখে কিছুই বোঝা গেল না।’