Viral Video: ফুলকপির ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে বিষাক্ত সাপ! বের করতে গিয়ে হিমশিম খেল গোটা পরিবার
Snake Inside Cauliflower: ভিডিয়োতে দেখা গিয়েছে, ফুলকপি থেকে এক ব্যক্তি সাপটিকে বের করার চেষ্টা করছেন। আর একদিকে অন্যজন রোমহর্ষক ঘটনাটি ফ্রেমবন্দি করছেন। তবে সাপটি ছোট্ট হলেও তাকে বের করতে গিয়েও রীতিমতো গোত্তা খেতে হচ্ছে ব্যক্তিকে।
Latest Viral Video: ফুলকপির ভিতরে দেখা মিলল ছোট্ট একটা সাপের। আর সেই ভিডিয়োই রীতিমতো ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। সবজির মধ্যে সাপটিকে দেখার পরে নেটিজ়েনদের একাংশের মাথায় হাত! অনেকেই দাবি করেছেন, এরকমটা যে কারও সঙ্গেই ঘটতে পারে। তাই, সবজি বাজারে গিয়ে প্রত্যেকটা সবজি ভাল ভাবে পরখ করে দেখতে হবে, সেই পরামর্শ দিয়েছেন অনেকেই।
X (আগের টুইটার) প্ল্যাটফর্মে দেবেন্দ্র সাইনি নামের এক ব্যবহারকারী ভিডিয়োটি পোস্ট করেছেন, যাঁর এক্স হ্যান্ডেলের নাম @dks6720। গত 4 অগস্ট ভিডিয়োটি শেয়ার করেছিলেন দেবেন্দ্র। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখছেন, ‘এটা কোন ধরনের ফুলকপি বলুন তো, কোবরা ফুলকপি বা ভাইপার ফুলকপি।’
ভিডিয়োতে দেখা গিয়েছে, ফুলকপি থেকে এক ব্যক্তি সাপটিকে বের করার চেষ্টা করছেন। আর একদিকে অন্যজন রোমহর্ষক ঘটনাটি ফ্রেমবন্দি করছেন। তবে সাপটি ছোট্ট হলেও তাকে বের করতে গিয়েও রীতিমতো গোত্তা খেতে হচ্ছে ব্যক্তিকে। যতবারই তিনি সাপটিকে বের করতে যাচ্ছেন, ততবারই সেটি পিছলে যাচ্ছে, নয়তো আবার ফুলকপির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে।
Which type of a Cauliflower is this?🙄🙄 Cobra Cauliflower or Viper Cauliflower 🤔🤔#snake #CobraKai #Viper #vegetables pic.twitter.com/RyuFE85tYv
— Devendra Saini (@dks6720) August 4, 2023
শেষে আর কোনও উপায় খুঁজে না পেয়ে লোকটি একের পর এক ফুলকপির কুঁড়ি বের করতে থাকেন। তার ফলে সরীসৃপটির লুকিয়ে থাকার কাজটি আরও কঠিন হয়ে যায়। শেষমেশ কোবরাটি ঠিক এইভাবেই ফুলকপি থেকে বেরিয়ে আসে এবং টেবিলের যেখানে সবজিটি রাখা হয়েছিল সেখানে ছিটকে যায়। শুনতে মজা লাগলেও দৃশ্যটি আপনার মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দেবে।
ভিডিয়োটি যে প্রচুর মানুষ দেখেছেন এমনটা নয়। প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও এই ভিডিয়োর ভিউ 700-র সামান্য বেশি। তবে যাঁরাই এই ভিডিয়ো দেখেছেন, তাঁরা সবজি কেনার সময় মানুষজনকে সতর্ক থাকতে বলছেন। এনেকেই পরামর্শ দিয়েছেন, ভাল করে সবজি ধুয়ে নিয়েই তারপর তা খাওয়া উচিত।