Viral Video: স্কুলের প্রার্থনায় হনুমান চালিসা পাঠ করাচ্ছেন শিক্ষক, দেখে মাথায় হাত পড়েছে নেটিজেনদের
School Student Viral Video: সাধারণত স্কুলের প্রার্থনায় জাতীয় সঙ্গীত বা দেশ ভক্তির গান গেয়ে থাকে পড়ুয়ারা। আপনি কি কখনও শুনেছেন যে একটি স্কুলে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে? India TV-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আসলে এমনটা হয়েছে একটি স্কুলে।
Latest viral Video: সাধারণত স্কুলের প্রার্থনায় জাতীয় সঙ্গীত বা দেশ ভক্তির গান গেয়ে থাকে পড়ুয়ারা। আপনি কি কখনও শুনেছেন যে একটি স্কুলে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে? India TV-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আসলে এমনটা হয়েছে একটি স্কুলে (School)। যেখানে ছাত্রছাত্রীদের (School Students) হনুমান চালিসা পাঠ করতে দেখা যাচ্ছে। স্কুল মানেই সেখানে সব ধর্মের ছাত্রদের সমাবেশ। যেখানে সব সময় জাতীয় সঙ্গীত গাইতে শোনা যায়, সেখানে বর্তমানে ধর্ম নির্বিশেষে সব ছাত্রদের একসঙ্গে হনুমান চালিসায় গলা মেলাতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ক্রমশ ভাইরাল (Viral) হচ্ছে এই ভিডিয়োটি (Video)। যা দেখে অবাক নেটিজে়নদের একাংশ। আবার ভিডিয়োটি নিয়ে নেটিজে়নদের মধ্য়ে সমালোচনারও সৃষ্টি হয়েছে।
स्कूल में हनुमान चालीसा का पाठ, #Video सोशल मीडिया पर हुआ वायरल
ये वीडियो कहां का है, इसकी पुष्टि हम नहीं कर सकते हैं.. सोशल मीडिया पर लोग इसे शेयर कर रहे हैं..#HanumanChalisa #School #Video #Viral pic.twitter.com/CZcCbohUYC
— India TV (@indiatvnews) January 18, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্কুলের ছাত্ররা একটি মাঠে দাঁড়িয়ে আছে। যা সবচেয়ে আশ্চর্যের বিষয়, তা হল তারা হনুমান চালিসা পাঠ করছে। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে হনুমান চালিসা বাজতে শোনা যাচ্ছে। আর তারা হাত জোড় করে ঈশ্বরের ধ্যান করছে। আর সেই গানটি ছাত্রদের চোখ বন্ধ করে করতে দেখা যাচ্ছে। যদিও ঘটনাটি কোথাকার সেটা জানা যায়নি। তবে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমানে শেয়ার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটিতে অনেকে অনেক কমেন্ট করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন টুইটার ব্য়বহারকারী কমেন্ট করেছেন,”বিদ্যালয়ে ধর্মীয় গান বাজানো উচিত নয়। কারণ সেখানে সব ধর্মের ছাত্ররাই পড়তে আসে।” কেউ আবার লিখেছেন, “এতে কোনও ভুল নেই। ছাত্রদের সব কিছু সেখানো উচিৎ।” আরও একজন লিখেছেন, “এই শিশুগুলো জীবনে আরও অনেক দূর এগিয়ে যাক।”