Viral Video: কনটেন্ট ক্রিয়েটরের দৌলতে ভিক্ষাজীবী বৃদ্ধা এখন ইনস্টাগ্রামে ইংরেজি শিক্ষক, মন ভাল করা ভিডিয়ো
Viral Video Today: ওই বয়স্ক মহিলার সঙ্গে কথা বলতে গিয়ে অনেক চমকপ্রদ বিষয় সম্পর্কে জানতে পারেন আশিক। সবথেকে আশ্চর্যজনক বিষয় হল, মহিলা কথা বলতে শুরুই করলেন ইংরেজি ভাষায়। আর তা শুনে আপনি মুগ্ধ হবেন। তিনি জানান, এক সময় স্কুল-শিক্ষিকা ছিলেন। বাচ্চাদের তিনি অঙ্ক এবং ইংরেজিতে টিউশনও দিতেন।
Latest Viral Video: কনটেন্ট ক্রিয়েটর মহম্মদ আশিক খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন। রাস্তাঘাটে বেরিয়ে বিভিন্ন পেশার মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। সেই আশিক সম্প্রতি চেন্নাইয়ের রাস্তায় এক বয়স্ক মহিলার সঙ্গে দেখা করেন। আশি ঊর্ধ্ব ভিক্ষাজীবী সেই মহিলার সঙ্গে কথা বলতে-বলতে অবাক হয়ে যান কনটেন্ট ক্রিয়েটর। 81 বছর বয়সী মহিলার নাম মেরিলিন। আগে তিনি মায়ানমারে থাকতেন। সে সময় তিনি সেখানে বিলাসবহুল জীবনযাপন করতেন। বিয়ে করেছিলেন ভারতে। সেই সূত্রেই চলে আসেন চেন্নাইতে। ভালই চলছিল দিনযাপন। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু আর ভাল ছিল না। পথেই আশ্রয় নিতে হয় তাঁকে।
ওই বয়স্ক মহিলার সঙ্গে কথা বলতে গিয়ে অনেক চমকপ্রদ বিষয় সম্পর্কে জানতে পারেন আশিক। সবথেকে আশ্চর্যজনক বিষয় হল, মহিলা কথা বলতে শুরুই করলেন ইংরেজি ভাষায়। আর তা শুনে আপনি মুগ্ধ হবেন। তিনি জানান, এক সময় স্কুল-শিক্ষিকা ছিলেন। বাচ্চাদের তিনি অঙ্ক এবং ইংরেজিতে টিউশনও দিতেন। এই সব শোনার পরেই যেন আশিকের হৃদয় বিগলিত হয়ে যায়।
আশিক ওই বৃদ্ধাকে একটি শাড়ি উপহার দেন। তাঁকে কিছু ইংরেজি টিউশন নেওয়ারও প্রস্তাব দেন। জানান, বৃদ্ধার জন্য একটি ইনস্টাগ্রাম পেজ তৈরি করে দেবেন, যেখান থেকে মহিলা অর্থ উপার্জন করতে পারেন। কথা মতো কাজ। সেই পেজ ইতিমধ্যে তৈরিও হয়ে গিয়েছে, যার নাম ‘ইংলিশ উইধ মেরিলিন।’ এখন এই পেজের দৌলতে বৃদ্ধা এখন নতুন করে রোজগার করতে লেগেছেন। আর রাস্তাঘাটে ঘুরে তাঁকে ভিক্ষা করতে হয় না।
View this post on Instagram
সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি ইনস্টাগ্রামে @abrokecollegekid পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘@englishwithmerlin-এর সঙ্গে পরিচয় করে নিন, যিনি আমাদের ইনস্টাগ্রাম ইংরেজি শিক্ষক হবেন। তাঁর কাছ থেকে আপনি উদারতার গল্প এবং জীবনের পাঠ শুনতে পারেন।’ মাত্র 5 দিন আগে শেয়ার করা এই ক্লিপটি বহু মানুষের মন জয় করে নিয়েছে।
ভিডিয়োটি দেখে সকলেই কনটেন্ট ক্রিয়েটরের প্রশংসা করেছেন। এখনও পর্যন্ত এই ভিডিয়ো 38 লাখ ভিউ পেয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীরা কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন, ‘এই ঠাকুমা খুবই শক্তিশালী একজন মহিলা। তাঁকে আমার খুব ভাল লেগেছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এই ভিডিয়ো দেখার পরে আমার দিনটাই ভাল হয়ে গিয়েছে।’ একই সঙ্গে আর এক ব্যবহারকারী লিখেছেন, ‘মেরিলিনের চেয়ে ভাল কেউ নেই।’