Viral Video: ছোটো সাপকে জ্যান্ত চিবিয়ে খেল কিং কোবরা, ভয়ানক ভিডিয়ো ভাইরাল
Latest Viral Video: এই ক্লিপটি (@d_shrestha10) নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। কয়েক সেকেন্ডের এই ক্লিপটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। এতে কিং কোবরাকে মাঝখান থেকে একটি ছোট সাপ ধরে থাকতে দেখা যায়
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সাপের কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্য়েই এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। অনেক ভিডিয়োই তো দেখেছেন, কিন্তু কখনও কি কোনও কোবরা সাপকে ছোট সাপ খেতে দেখেছেন? শুনেই চমকে গেলেন তো? ভাবছেন এমন আবার হয় নাকি? আদতে এমনটাই হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক সাপ আরেক সাপকে ধরে ফেলতে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে অধিকাংশ নেটিজ়েন অবাক। কারণ এমনটা মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। কোবরা শুধুমাত্র ব্যাঙ, ইঁদুর, মুরগির মতো ছোট প্রাণী শিকার করে। কিন্তু এবার কিং কোবরা তার নিজস্ব প্রজাতির একটি প্রাণীকে খেয়ে ফেলল। এমন কীভাবে সম্ভব?
এই ক্লিপটি (@d_shrestha10) নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। কয়েক সেকেন্ডের এই ক্লিপটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। এতে কিং কোবরাকে মাঝখান থেকে একটি ছোট সাপ ধরে থাকতে দেখা যায়। দেখে মনে হচ্ছে, ছোট সাপটিতে ধীরে ধীরে গিলে ফেলার চেষ্টা করছে। তবে এর বাইরে আর কিছুই ভিডিয়োতে দেখানো হয়নি। শেয়ার করা এই পোস্টটিতে 8 হাজারের বেশি লাইক পড়েছে।
View this post on Instagram
তবে এমন ভিডিয়ো এই প্রথম ভাইরাল হয়েছে, তা কিন্তু নয়। এর আগে ওড়িশার বাঙ্কিতে এমন দৃশ্য দেখা গিয়েছিল। যেখানে কিং কোবরা প্রথমে রাসেলের ভাইপার গিলে ফেলে। বিষাক্ত সাপের মুখ থেকে বেরিয়ে আসা সাপটিকে পরে জীবিত অবস্থায় দেখা গেলে নেটিজ়েনরা অবাক হয়ে যায়।