Optical Illusion: ৫ সেকেন্ড এই ছবিটার দিতে তাকিয়ে থাকুন, ঘুরে যেতে পারে আপনার মাথা

Viral: অপ্টিক্যাল ইলিউশনের আর একটা ছবি ব্যাপক ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। খুব ভাল করে ছবিটার দিকে তাকিয়ে থাকলে আপনার মাথা ঘুরে যেতে পারে।

Optical Illusion: ৫ সেকেন্ড এই ছবিটার দিতে তাকিয়ে থাকুন, ঘুরে যেতে পারে আপনার মাথা
খুব ভাল করে ছবিটার দিকে একবার তাকিয়ে দেখুন।
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 7:22 PM

অনেক সময় ছবিতে আমরা যা দেখতে পাই, আসলে কিন্তু তা থাকে না। আর সেই ছবিটা উদ্ধার করতে গেলে আমাদের আরও মনোসংযোগ বাড়াতে হয়। এই ছবিগুলিকেই তো আসলে অপ্টিক্যাল ইলিউশন (Optical Illusion) বলে। হালফিলে সোশ্যাল মিডিয়ায় এমনতর অনেক ছবিই ভাইরাল হচ্ছে। আমরা দেখছি এক, ভাবছি আর এক, আর সেটা গিয়ে হচ্ছে অন্য কিছু। তেমনই একটা অপ্টিক্যাল ইলিউশনের ছবি ফের ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবিটা এমনই যে, আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। বহু ক্ষণ খুঁটিয়ে দেখার পরই আপনি ধরতে পারেন, ছবিতে আসলে কী রয়েছে।

ভাইরাল হওয়া ওই অপ্টিক্যাল ইলিউশনের ছবিটি প্রাথমিক ভাবে এই ছবিটা দেখে আপনার মনে হতে পারে, দুটি গোলাকার বল ঘুরছে। কিন্তু ছবি পিছনের পটভূমিকা আপনার ঘুম কেড়ে নিতে পারে। মনে হবে, পিছনের স্তরগুলি নীচে নেমে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ইউজারই অভিযোগ করেছেন যে, ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকানোর পরে মাথা ঘুরে গিয়েছে।

ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে অনেকক’টি গোল। আর ছবির কেন্দ্রে রয়েছে আরও দুটি বড় গোল। সবুজ এবং আকাশি রঙে ওই গোলাকৃতিগুলির ঘুরছে। প্রাথমিক ভাবে দেখার পর আপনার এমনটাই মনে হতে পারে। অনেকেই বলছেন, এই ছবিটি আসলে একটি GIF। আসলে কিন্তু তা নয়। কারণ, কিছুক্ষণ ওই ব্যাকগ্রাউন্ড এবং বলগুলি ঘোরার পরই স্তব্ধ হয়ে যায়।

Viral Optical Illusion

অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি দেখার পর বেশির ভাগ মানুষই বিভ্রান্ত হন। এই ছবিও মানুষকে ভাবিয়েছে। এই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার সঙ্গেই লোকেরা তার বিষয়বস্তু নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন। খুব ভাবিয়ে তুলতে পারে এমন ছবিটি অনেক মানুষকেই অবাক করে। ইউজাররা অনেকেই অন্যান্যদের সঙ্গে এই ছবিটি শেয়ার করে নিয়েছেন। জানতে চেয়েছেন, এই ছবির বিষয়বস্তু তাঁরা বুঝতে পারছেন কি না।