Viral Video: সাধুর মুখে ইংরেজি র্যাপ, সত্যিকারের র্যাপারকেও হার মানাতে পারেন ইনি, দেখুন একবার
Viral Video Today: আধুনিক যুগে যেন সাধুরাও (Saint) বড় আধুনিক হয়ে উঠেছেন। অনেকের কাছেই আজকাল মোবাইল থাকে, অনেকে সোশ্যাল মিডিয়া সম্পর্কেও ওয়াকিবহাল। ইনস্টাগ্রাম আমাদের এমন এক সাধুর সন্ধান দিল, যিনি দিব্যি র্যাপ (Rap) করছেন।
Latest Viral Video: ঋষি-সাধুদের জীবন যেন সত্যি সরলতায় পরিপূর্ণ। পোশাক থেকে শুরু করে আহার, তাঁদের জীবনে আড়ম্বরের লেশ মাত্রটুকু নেই। যা পেলেন তাই খেলেন, যা পেলেন তাই পরেও নিলেন। টিভিই দেখতে পান না তাঁরা, টুইটার তো কোন দূরস্ত। কিন্তু আধুনিক যুগে যেন সাধুরাও (Saint) বড় আধুনিক হয়ে উঠেছেন। অনেকের কাছেই আজকাল মোবাইল থাকে, অনেকে সোশ্যাল মিডিয়া সম্পর্কেও ওয়াকিবহাল। ইনস্টাগ্রাম আমাদের এমন এক সাধুর সন্ধান দিল, যিনি দিব্যি র্যাপ (Rap) করছেন। করছেন মানে চমৎকার করছেন, কোনও হিন্দি গানেও নয়। ওই সাধু র্যাপ করছেন এক্কেবারে ইংরেজি গানে। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
এ সন্ন্যাসীর কাণ্ড-কারখানা দেখলে আপনি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারবেন না! আশিস ভগত নামের এই ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই রিলস ভিডিয়োটি শেয়ার করেছেন, যার ইনস্টা হ্যান্ডেলের নাম @ashishbhagatfitness। ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাবা আজাদ খান’।
View this post on Instagram
ভিডিয়োতে দেখা গেল, ওই সাধু ক্যামেরার দিকে তাকিয়েই র্যাপ করছেন। তাঁর হাতে রয়েছে একটি কল্কে। স্বমহিমায় তিনি সেই র্যাপটি করে গেলেন। এমন ভাবেই র্যাপ করলেন, তাতে মনে হল তিনি যেন সত্যিকারের একজন র্যাপার। অত্যন্ত সরগর ভঙ্গিমায় তিনি সেই র্যাপটি করলেন।
গত ৬ জুন ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। এর মধ্যেই প্রায় 2 লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। মজাদার সব কমেন্ট করেছেন তাঁরা। একজন লিখছেন, ‘ইনি হলেন একজন বোহেমিয়ান খলিফা।’