Viral Video: প্রথমে শাসানি, তারপরে থাপ্পড়, দিল্লি মেট্রোয় মহিলার রণংদেহি মেজাজ দেখে সকলে হতবাক

Viral Video Today: দিল্লি মেট্রোর অন্দরেই এক পুরুষ ও মহিলাকে তীব্র বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেল। প্রথমে ওই মহিলাকে (Woman) দেখা গেল পুরুষ সহযাত্রীটিকে রীতিমতো শাসাতে, আর তারপরেই তিনি তাঁর গালে সপাটে একটি চড় (Slap) কষালেন। মেট্রোর কম্পার্টমেন্টে সকলের সামনেই তিনি ওই ব্যক্তির গালে চড় মারেন।

Viral Video: প্রথমে শাসানি, তারপরে থাপ্পড়, দিল্লি মেট্রোয় মহিলার রণংদেহি মেজাজ দেখে সকলে হতবাক
দিল্লি মেট্রোর ভিতরে তুলকালাম!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 8:45 PM

Latest Viral Video: প্রতিদিন দিল্লি মেট্রোতে (Delhi Metro) কিছু না কিছু হয়েই চলেছে। কখনও যুগলের চুম্বন, কখনও আসন নিয়ে ঝামেলা, কখনও আবার স্বল্প পোশাকে মহিলার মেট্রো যাত্রা- বিগত কয়েক মাসে দিল্লি মেট্রো চর্চার কেন্দ্রবিন্দুতে। এবার সেই দিল্লি মেট্রোর অন্দরেই এক পুরুষ ও মহিলাকে তীব্র বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেল। প্রথমে ওই মহিলাকে (Woman) দেখা গেল পুরুষ সহযাত্রীটিকে রীতিমতো শাসাতে, আর তারপরেই তিনি তাঁর গালে সপাটে একটি চড় (Slap) কষালেন। মেট্রোর কম্পার্টমেন্টে সকলের সামনেই তিনি ওই ব্যক্তির গালে চড় মারেন।

টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ঘর কা কলেশ নামক একটি পেজ থেকে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ 112.9K।

ভিডিয়োতে দেখা গেল, ওই মহিলা তাঁর পুরুষ সহযাত্রীর পাশে দাঁড়িয়ে তীব্র চিৎকার করছেন। যদিও তাঁদের লড়াইয়ের কারণ স্পষ্ট নয়। মহিলাটি লোকটিকে দেখে চিৎকার করার পরক্ষণেই রণংদেহি মেজাজ ধারণ করেন। হুট করেই তাঁর গালে চড় মেরে বসেন! ওই একই বগিতে থাকা কেউ ভিডিয়ো রেকর্ড করে অনলাইনে শেয়ার করেছেন। সে সময় ওই মেট্রোতে আর যাঁরা ছিলেন, তাঁরা সকলেই তাঁদের মধ্যে ঝামেলা চাক্ষুষ করছিলেন। যদিও এই ঘটনায় তাঁরা কেউই হস্তক্ষেপ করেননি।

অনলাইনে এই ভিডিয়ো যদিও বিতর্কের জন্ম দিয়েছে। মানুষজন প্রশ্ন তুলেছেন, কীভাবে কেউ কাউকে সকলের সামনে মারতে পারেন। কেউ কেউ আবার এই প্রশ্নও করেছেন, একজন এভাবে মার খেলেন আর কেউ প্রতিবাদ জানাতে এগিয়ে এলেন না।