Viral Video: ‘অতি লোভে তাঁতি ডোবে’! অজান্তেই লেপার্ডকে শিক্ষা দিল দুই শূকরছানা, দেখুন ভিডিয়ো

Viral Video Today: একটি শূকর ছানাকে আক্রমণ করে তাকে মুখে করে টেনে নিয়ে যাচ্ছে একটি লেপার্ড। সে সময় আরও একটি শূকরছানা (Piglets) তার সামনে চলে আসে, যে আকারে একটু হলেও বড় ছিল। লোভী লেপার্ড তখন মুখের ছানাটিকে ফেলে দিয়ে আর একটি শূকরের দিকে ছুটে যেতে যায়।

Viral Video: 'অতি লোভে তাঁতি ডোবে'! অজান্তেই লেপার্ডকে শিক্ষা দিল দুই শূকরছানা, দেখুন ভিডিয়ো
অতি লোভে যে কী হতে পারে, হারে হারে টের পেল লেপার্ডটি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 12:02 AM

Latest Viral Video: কথায় আছে, ‘অতি লোভে তাঁতি নষ্ট’। একটা লেপার্ডের (Leopard) ক্ষেত্রে যেন আপ্তবাক্যটা অনেকটাই মিলে গেল। IFS অফিসার সুশান্ত নন্দা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োতেই পুরো ঘটনাটা ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি শূকর ছানাকে আক্রমণ করে তাকে মুখে করে টেনে নিয়ে যাচ্ছে একটি লেপার্ড। সে সময় আরও একটি শূকরছানা (Piglets) তার সামনে চলে আসে, যে আকারে একটু হলেও বড় ছিল। লোভী লেপার্ড তখন মুখের ছানাটিকে ফেলে দিয়ে আর একটি শূকরের দিকে ছুটে যেতে যায়। আর এমন সময় দুজনেই তার কড়াল গ্রাস থেকে পলায়ন করে। হাপিত্যেশ নয়নে শেষমেশ ঘটনাস্থলে আগত পর্যটকদের দিকেই তাকিয়ে থাকতে হয় লেপার্ডটিকে।

সুশান্ত নন্দা এই ভিডিয়োটি টুইট করে লিখছেন, ‘এই লেপার্ডটি বোধহয় সেই নীতিটা ভুলে গিয়েছে- তোমার হাতের একটি পাখির দাম জঙ্গলের দুটির সমান।’ যদিও এই ভিডিয়োটি কবে, কোথায় তোলা হয়েছিল সে বিষয়ে তিনি কিছু জানাননি। তবে কোনও এক জাতীয় উদ্যানেই তা তোলা হয়েছে বলে মনে হচ্ছে। তার কারণ সাফারি গাড়িতে অনেক পর্যটককেই দেখা গিয়েছে ভিডিয়োতে, যাঁরা সে সময় ঘটনাটি চাক্ষুষ করছিলেন, কেউ কেউ আবার রেকর্ডও করছিলেন।

একটি শূকরছানা নিয়ে কোনও দিক থেকেই যেন সন্তুষ্ট ছিল না লেপার্ডটি। দাঁতের মাঝখানে চেপে ধরে অন্য দিক থেকে যে আর একটি আসছে, তা ফলো করছিল সে। কিন্তু তা বলে যে মুখেরটাকে সে ফেলে দিতে পারে, আন্দাজ করা যায়নি। হঠাৎই সে মুখ থেকে ওই ছানাটিকে ফেলে দিয়ে আর একটা শূকরছানাকে আক্রমণ করতে যায়। কিন্তু দুটি শূকরই যে ভাগ্যবান ছিল। একটা তো শিকারীর মুখ থেকে ফেলে দেওয়ার ফলে পালানোর সুযোগ পায়। আর একটি তো তার ধারে কাছে শিকারীকে ঘেঁষতে দেয়নি। লেপার্ডটি তাড়া করেছে দেখেই মারছুট লাগিয়েছিল দ্বিতীয় শূকরটি।

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা বলেছেন, ওই লেপার্ডের এটাই প্রাপ্য ছিল। একজন লিখছেন, ‘এটাই বাঘেদের প্রবৃত্তি, বিশেষ করে এই চিতাবাঘদের। তাদের চোখের সামনে কিছু দৌড়তে দেখলেই তারা তাড়া করে।’ দ্বিতীয় একজন যোগ করলেন, ‘রবিবার (2 জুলাই, 2023) এই বাক্যাংশটি UPSC EPFO ​​পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল।’