Viral Video: বরফে মোড়া রাস্তায় ‘ঘোড়ে পে সওয়ার’ দুই লাদাখি সুন্দরীর নাচে মুগ্ধ নেটিজেনরা

Godhey Pe Sawar Cover Dance In Ladakh: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বরফ ঢাকা লাদাখের রাস্তায় দুই সুন্দরীর নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। অভূতপূর্ব পরিবেশ। ব্যাকগ্রাউন্ডে চলছে নেটফ্লিক্সের ছবি ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’৷

Viral Video: বরফে মোড়া রাস্তায় 'ঘোড়ে পে সওয়ার' দুই লাদাখি সুন্দরীর নাচে মুগ্ধ নেটিজেনরা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2023 | 11:58 AM

Latest Viral Video: আজকাল এমন অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় (social Media) ভাইরাল হয় যা আপনার মন ভাল করার জন্য় যথেষ্ঠ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বরফ ঢাকা লাদাখের রাস্তায় দুই সুন্দরীর নাচের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে। অভূতপূর্ব পরিবেশ। ব্যাকগ্রাউন্ডে চলছে নেটফ্লিক্সের ছবি ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’৷ এখন তো সকলের ঠোঁটে ঠোঁটে ঘুরছে সেই গানের কলি। ইনস্টাগ্রামে ঝড় তুলেছে গানটি। গত 15 জানুয়ারি ভিডিয়ো ট্যুইটারে শেয়ার করেছেন জিগমত লাদাখি নামে এক ব্যক্তি। সেই ভিডিয়ো মন ছুঁয়েছে সকলের।

আজকাল সোশ্যাল মিডিয়ায় ‘জানে বলমা ঘোড়ে পে কিয়ুন সাওয়ার হ্যায়…’ গানটি প্রচুর শোনা যাচ্ছে। ইনস্টাগ্রামে বেশিরভাগ রিল এই গানের উপরই তৈরি করা হচ্ছে। বর্তমানে দুই মেয়েকে এই গানে নাচতে দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাদাখি স্টাইলে পোশাক পরা দু’টি মেয়েকে তুষারময় পাহাড়ের মাঝে নাচতে দেখা যাচ্ছে। লাদাখের প্রকৃতি, বলিউডের গান, তরুণীদের নাচ-সব মিলিয়ে যেন অপুর্ব মুহূর্ত তৈরি করেছে দু’জনে। তাঁদের নাচ আপনাকে মুগ্ধ করবে।

জিগমত লাদাখি নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি টুইটারে পোস্ট করা হয়েছে। ক্য়াপশনে লিখেছেন, “লাদাখ থেকে পুন্টসোক ওয়াংমো এবং পদ্মা লামোর ঘোড়ে পে সাওয়ার কভার ডান্স।” এখনও পর্যন্ত 7 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন এবং সঙ্গে 524টিরও বেশি লাইকও রয়েছে। এমনকী প্রায় 100-এর বেশি ভিডিয়োটি রিট্যুইট করা হয়েছে। তাদের নাচ দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। লাদাখি স্টাইলে পোশাক পরে এত সুন্দর হিন্দি গানে নাচ দেখে অবাক নেটিজেনদের একাংশ। সকলেই ভালবাসা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকে অনেক কমেন্ট করেছেন। একজন টুইটার ব্য়বহারকারী কমেন্ট করেছেন,”অপুর্ব সুন্দর নাচ।” কেউ আবার লিখেছেন, “খুব সুন্দর কোরিওগ্রাফি হয়েছে।”