Viral Video: ঝাঁ চকচকে বন্দে ভারত এক্সপ্রেস টানছে আদ্যিকালের ইঞ্জিন! ভিডিয়ো ভাইরাল হতেই ভারতীয় রেল বলল…

Viral Video Today: ট্রেনটিকে যখন প্রাথমিক ভাবে ট্র্যাকে আনা হয় তখন রুট ঠিক না হওয়া পর্যন্ত অন্য ইঞ্জিন এটিকে টেনে নিয়ে যায়। রুট ঠিক করার পরেই লোকো পাইলট এবং ক্রু মেম্বাররা এই ট্রেনটিকে চালিয়ে নিয়ে যান।

Viral Video: ঝাঁ চকচকে বন্দে ভারত এক্সপ্রেস টানছে আদ্যিকালের ইঞ্জিন! ভিডিয়ো ভাইরাল হতেই ভারতীয় রেল বলল...
এরকম আবার হয় নাকি?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 5:30 PM

Latest Viral Video: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। রীতিমতো হইচই পড়েছে সেই ভিডিয়োটিকে নিয়ে যেখানে একটি সাধারণ ইঞ্জিনকে দেখা গিয়েছে ‘বন্দে ভারত’-কে টানতে। ভাইরাল ভিডিয়ো দেখার পরে মানুষজন হতবাক! অনেকেই নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। একটা ছাপোষা, সাধারণ ইঞ্জিন (Normal Engine) কীভাবে বন্দে ভারতের মতো দ্রুতগামী এক্সপ্রেসকে টেনে নিয়ে যেতে পারে, তা ভেবে পাচ্ছেন না মানুষজন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, সাধারণ একটা ইঞ্জিন কীভাবে বন্দে ভারতকে নিয়ে যাচ্ছে? কেউ কেউ আবার এই ভিডিয়ো দেখার পরে ভারতীয় রেলকে তীব্র কটাক্ষও করেছেন। কেউ বলেছেন, এটি বন্দে ভারতের একটি ডাবল ইঞ্জিন। কিন্তু সত্যিই কি এমনটা সম্ভব?

ভারতীয় রেলের তরফে আসল সত্যিটা জানানো হয়েছে। আর তারপরেই মানুষজনের ভ্রান্ত ধারণা দূর হয়েছে। গত 22 জুন এই ভিডিয়োটি তোলা হয়েছিল উত্তর প্রদেশের সাকালডিহা রেলওয়ে স্টেশনের কাছে। যিনি এই ভিডিয়োটি তুলেছেন তাঁর দাবি, এই বন্দে ভারত এক্সপ্রেসটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে পাটনায় নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি আরও জানিয়েছেন যে, সেই সময় ট্রেনে কোনও ক্রু মেম্বারও উপস্থিত ছিলেন না। সেই কারণেই এটিকে একটি WAG-9 ক্লাস ইঞ্জিন দ্বারা টেনে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি আরও দাবি করেছেন। যদিও ভারতীয় রেল এই ভিডিয়োটি নিয়ে বলছে, এটাই স্বাভাবিক।

তিনি আরও বলছেন, ট্রেনটিকে যখন প্রাথমিক ভাবে ট্র্যাকে আনা হয় তখন রুট ঠিক না হওয়া পর্যন্ত অন্য ইঞ্জিন এটিকে টেনে নিয়ে যায়। রুট ঠিক করার পরেই লোকো পাইলট এবং ক্রু মেম্বাররা এই ট্রেনটিকে চালিয়ে নিয়ে যান। নির্দিষ্ট রুটের সঙ্গে পরিচিত একজন চালকই ট্রেনটিকে পরিচালনা করে তার গন্তব্যে পৌঁছে দেন।

গত 22 জুন এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘শশাঙ্ক’ (রেলওয়ালা_18) নামের একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। গত কয়েক দিন ধরে এই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ার আলোচ্য বিষয় হয়ে উঠেছে। খুব অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়োটি 3 লাখ 26 হাজারের বেশি ভিউ এবং 22 হাজারের বেশি লাইক পেয়েছে। বহু মানুষ এই ভিডিয়ো দেখে কমেন্ট করেছেন।