Viral Video: লোকাল ট্রেনের গেটে জীবন বাজি রেখে স্টান্ট যুবকের, হাত ছাড়তেই যা হল…
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট হতেই অনেকে অনেক কমেন্ট করেছে। কেউ বলেছেন, "এই ধরনের কাজকে কোনওভাবে প্রশয় দেওয়া যাবে না।" আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, "মারাত্মক দুর্ঘটনা ঘটতে ঘটতে ঘটেনি।"
সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। আর তাছাড়াও ভাইরাল হওয়ার জন্যই কিছু মানুষ এমন কাণ্ড করে, যার জন্য অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আজকাল বেশিরভাগ যুবক জীবনে ঝুঁকি নেওয়াকেই সাহসিকতা বলে মনে করে। ভিডিয়ো এবং রিলের এই যুগে, অনেকে কিছু লাইক এবং ভিউ পাওয়ার জন্য তাদের জীবনের ঝুঁকি নেয়। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো দেখেছেন, যেগুলোতে মানুষ জনপ্রিয় হওয়ার জন্য বিভিন্ন রকমের স্টান্ট করে। এবার তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনটি প্রচণ্ড গতিতে চলছে। এই ব্যক্তিটি প্ল্যাটফর্মে আসার আগে ফুটবোর্ডের নীচে চলে গিয়েছে এবং বিপজ্জনকভাবে ঝুলছে। মাঝপথে ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। ট্রেনের গতি কিছুটা কমে যেতেই ট্রেন থেকে মাটিতে ঝাঁপ দেন ওই ব্যক্তি। গতি বেশি হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত ওই যুবকের সঙ্গে। চলন্ত ট্রেনের বাইরে বেশ কিছুক্ষণ ঝুলে ছিলেন ওই যুবক। ট্রেনে উপস্থিত এক ব্যক্তি তার একটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স মুম্বাই ডিভিশন ঘটনাটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে।
Dear Sir/Madam, Please take action against this person hanging in Local Train. From kurla to Mankhurd. pic.twitter.com/SHqMNGfTqN
— Jaswant Singh (@Jaswant55804218) September 7, 2023
ভিডিয়োটি পোস্ট হতেই অনেকে অনেক কমেন্ট করেছে। কেউ বলেছেন, “এই ধরনের কাজকে কোনওভাবে প্রশয় দেওয়া যাবে না।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “মারাত্মক দুর্ঘটনা ঘটতে ঘটতে ঘটেনি।” এখনও পর্যন্ত অনেকে লাইক আর শেয়ার করেছেন। অন্য এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “রেলওয়ে প্রোটেকশন ফোর্স মুম্বাই ডিভিশনের অবশ্যই এই ঘটনাটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”