Viral Video: গুলির শব্দ শুনে শুয়ে পড়ল মরার মতো! এই কুকুরের অভিনয় দেখলে হাসি থামবে না…

Latest Viral Video: এই মজার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভিডিয়োটি soulofanimals_ নামের আইডি দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 4.8 মিলিয়ন ভিউ হয়েছে। আর 3 লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।

Viral Video: গুলির শব্দ শুনে শুয়ে পড়ল মরার মতো! এই কুকুরের অভিনয় দেখলে হাসি থামবে না...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 2:45 PM

Viral Video Today: প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কুকুরের বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হয়। কখনও তাদের খেলতে দেখা যায়, আবার কখনও এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একটি কুকুরের অভিনয় দেখলে আপনার চোখ কপালে উঠবে। এতদিন পর্যন্ত সিনেমায় এমন কুকুরদের দেখা যেত, যাদের কি না বেশ অনেকদিন ধরেই প্রশিক্ষণ দেওয়া হত। কিন্তু ভাইরাল হওয়া এই কুকুরটি অধিকাংশ নেটিজ়েনকে অবাক করেছে। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে। আর এক ব্যক্তি এবং তার পোষা কুকুর মুখোমুখি একে অপরের সঙ্গে খেলা করছে। সেই ব্যক্তি একটি বন্দুক বের করার ভান করে এবং তার আঙ্গুল দিয়েই একটি বন্দুক তৈরি করে, সামনে দাঁড়িয়ে থাকা কুকুরটিকে গুলি করে। এরপরে, কুকুরটিও দুই পা এগিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে মেঝেতে পড়ে যায় এবং মারা যাওয়ার অভিনয় শুরু করে। কুকুরের এমন দুর্দান্ত অভিনয় কুকুর আপনি আগে হয়তো খুব কমই দেখেছেন।

View this post on Instagram

A post shared by @soulofanimals_

এই মজার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভিডিয়োটি soulofanimals_ নামের আইডি দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 4.8 মিলিয়ন ভিউ হয়েছে। আর 3 লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এই কুকুরটির অস্কার অ্যাওয়ার্ড পাওয়া উচিত।” আর এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমি এর আগে কুকুরকে এভাবে অভিনয় করতে দেখিনি।” প্রচুর মানুষ ভিডিয়োটি শেয়ারও করেছেন।