Viral Video: জ্যান্ত সাপকে শিকার করল কচ্ছপ, তারপর পুরল পেটে; প্রথমবার ভাইরাল হাড়হিম করা দৃশ্য
Latest Viral Video: কচ্ছপের এই ভিডিয়োটি @unilad নামে একটি অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ব্যবহারকারী অবাক হয়ে ক্যাপশনে লিখেছেন, "আমার ধারণা ছিল না যে, একটি কচ্ছপও সাপ খেতে পারে।"
Viral Video Today: বন জঙ্গলের অনেক শিকারের ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বর্তমানে আবার অনেক অবাক করা ভিডিয়ো একের পর এক সামনে আসছে। কখনও হরিণকে সাপ খেতে দেখা যাচ্ছে, তো কখনও জিরাফকে মাংস খেতে দেখা যাচ্ছে। তবে আপনি কি কখনও কোনও কচ্ছপকে সাপ শিকার করতে দেখেছেন? শুনেই অবাক হলেন তো? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি কচ্ছপকে সাপ ধরতে দেখা যাচ্ছে। আর কচ্ছপের এমন শিকার করার দক্ষতা দেখে অধিকাংশ নেটিজ়েনের চোখ কপালে উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, নদীতে পাথরের আড়ালে লুকিয়ে বসে আছে একটি কচ্ছপ। সেই সঙ্গে নদীর জলে স্রোতও খুব বেশি। এদিকে সেই জলের স্রোতেই পাথরের কাছে একটি সাপ আসে। কিন্তু তার পরের মুহূর্তেই এমন কিছু ঘটবে, তা দেখে আপনিও অবাক হবেন। কচ্ছপটি দ্রুত পাথর থেকে বেরিয়ে আসে এবং চোখের পলকে সাপটিকে তার মুখে ধরে ফেলে। ভিডিয়োতে কচ্ছপের এমন শিকার করার তৎপরতা দেখার মতো।
View this post on Instagram
কচ্ছপের এই ভিডিয়োটি @unilad নামে একটি অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ব্যবহারকারী অবাক হয়ে ক্যাপশনে লিখেছেন, “আমার ধারণা ছিল না যে, একটি কচ্ছপও সাপ খেতে পারে।” ভিডিয়োটি এখনও পর্যন্ত 77 হাজারের বেশি মানুষ লাইক করেছেন। অনেকে শেয়ারও করেছেন। আবার কচ্ছপের এমন কাণ্ড দেখে অনেকে কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “কিছু কচ্ছপ খুব চালাক।” অন্য এক ব্যক্তি অবাক হয়ে লিখেছেন, “আমি এর আগে কখনও ভাবতেও পারতাম না যে, কচ্ছপের মতো শান্ত প্রাণী এভাবে শিকার করতে পারে।”