Viral Video: নিচে খাদ, মজার ছলে বন্ধুকে পাহাড়ের কিনারায় ঝুলিয়ে দিল বাকিরা, ভাইরাল ভিডিয়ো

Latest Viral Video: কথাতেই আছে, মজা ততক্ষণই করা উচিত। যতক্ষণ না পর্যন্ত কারও কোনও ক্ষতি হচ্ছে। কিন্তু বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে কী আর সেই সব দিকে খেয়াল থাকে! সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠতে বাধ্য। কী দেখা যাচ্ছে ভাইরাল হওয়া এই ভিডিয়োয়?

Viral Video: নিচে খাদ, মজার ছলে বন্ধুকে পাহাড়ের কিনারায় ঝুলিয়ে দিল বাকিরা, ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 12:50 PM

সোশ্যাল মিডিয়ায় সামান্য কিছু লাইক আর শেয়ারের জন্য অনেকে অনেক কিছুই করছে। আর সেই সব ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মজার ছলে বিরাট কোনও বিপদের মুখেও পড়ছে অনেকে। এছাড়া কথাতেই আছে, মজা ততক্ষণই করা উচিত। যতক্ষণ না পর্যন্ত কারও কোনও ক্ষতি হচ্ছে। কিন্তু বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে কী আর সেই সব দিকে খেয়াল থাকে! সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠতে বাধ্য। কী দেখা যাচ্ছে ভাইরাল হওয়া এই ভিডিয়োয়?

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি উঁচু পাহাড়ের উপর একজন শুয়ে আছে। কিন্তু তারপরেই আপনার চোখ যাবে অপরজনের দিকে। সেখানেই এক ব্যক্তিকে ঝুলতে দেখা যাচ্ছে। অর্থাৎ দুই বন্ধু মজার ছলে এমন কাজ করছে। এক বন্ধু ঝুলছে। আর অপরজন তাকে ধরে রেখেছেন। নিচে ভয়ঙ্কর একটি গভীর খাদ। আর উপরে থাকা বন্ধুটি তার হাত ধরে রেখেছে। তবে দেখলে অবাক হবেন, কমেন্টে বেশিরভাগ মানুষই এই জায়গার নাম জানতে চেয়েছেন। বেশি কিছুক্ষণ ধরে ভিডিয়োটি দেখলে বুঝতে পারবেন, যেখানে এক বন্ধু ঝুলছে, তার নিচে রাস্তা রয়েছে। আর সমস্তটাই ক্যামেরার কারসাজি। তারপরে তাকে নিচ থেকে দুজন বন্ধু তুলে নিল।

এই ভিডিয়োটি ইন্সটাগ্রাম ব্যবহারকারী @adnan_babar_962 পোস্ট করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “পুরো ভিডিয়োটি দেখুন।” পোস্ট করার পর থেকে এখনও পর্যন্ত, এই ক্লিপটি 22 লাখ লাইক এবং 35.2 (3 কোটির বেশি) ভিউ পেয়েছে। আর কমেন্ট করেছেন পাঁচ হাজারের বেশি ব্যবহারকারী। বেশির ভাগ মানুষই জিজ্ঞেস করেছে এটা কোন জায়গা? এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “আসল ব্যপারটা কী আমি সেটাই বুঝতে পারলাম না। আদৌ কি নিচে খাদ রয়েছে, নাকি রাস্তা?”